- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
জনসেবা ও আমলাতন্ত্র
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জনসেবা ও আমলাতন্ত্র
আমলাতন্ত্রের গুরুত্ব Importance of Bureaucracy
আধুনিক রাষ্ট্রব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব অপরিসীম। কারণ বর্তমানে কোনো রাষ্ট্রই আর পুলিশী রাষ্ট্র (Police State) নয় বিধায় রাষ্ট্রগুলোর কার্যাবলি নিয়ন্ত্রণমূলক নয় বরং সেবামূলক। অন্যদিকে, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই কল্যাণমূলক কার্য সম্পাদনের দিকে অগ্রসর হচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের জন্য স্থায়ী ও দক্ষ কর্মচারী প্রয়োজন। তাই আমলাতন্ত্র সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কারণ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার গঠিত হয় সংখ্যাগরিষ্ঠ নির্বাচকমণ্ডলীর সমর্থনের ভিত্তিতে। সরকার জনগণের নিকট দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে সেগুলো বাস্তবায়নের জন্য আমলাদের উপ্ন নির্ভর করে। কারণ সরকারি নীতি বাস্তবায়নে আমলাতন্ত্রের কোনো বিকল্প নেই।
প্রশাসনের রাজনৈতিক অংশ অস্থায়ী কিন্তু অরাজনৈতিক অংশ তথা আমলাতন্ত্র স্থায়ী সংগঠন। আমলাতন্ত্রের এরূপ গুরুত্ব অনুধাবন করে অধ্যাপক ফাইনার (Prof. Finer) বলেন, "আধুনিক রাষ্ট্রে অসামরিক কর্মচারীবৃন্দের কাজ কেবল সরকারের উন্নতি সাধন নয়, বস্তুত এছাড়া সরকার ব্যবস্থা কল্পনা করাই অসম্ভব।" আমলাতন্ত্র ব্যতীত আধুনিক রাষ্ট্রের বহুমুখী ও জটিল কার্যাবলি সঠিকভাবে সম্পাদন করা সম্ভব নয়।
অন্যদিকে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সদস্যগণ প্রশাসনিক কর্মকাণ্ডে প্রায়ই অদক্ষতার পরিচয় দেয়। বিপরীতে আমলাগণ দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রের নানামুখী জটিল কাজ অনায়াসেই সম্পাদন করতে পারে। এ প্রসঙ্গে জেমস কোরি'র উক্তি প্রণিধানযোগ্য। তাঁর মতে, "আমলারাই দেশের প্রকৃত শাসক।" আমলাতন্ত্রের গুরুত্বের প্রেক্ষিতে ফ্রান্স সম্পর্কে বলা হয়, "ফ্রান্স গণতান্ত্রিক নয় বরং আমলাতান্ত্রিক।" সুতরাং অধ্যাপক লাস্কি (Prof. Laski)-এর সাথে সুর মিলিয়ে বলা যায়, "প্রত্যেক রাষ্ট্রই এর সরকারি কর্মকর্তাদের দক্ষতার মাপকাঠির ওপর সর্বাত্মকভাবে নির্ভরশীল।" ("Every state is enormously depended upon the quality of its public officials.")
সম্পর্কিত প্রশ্ন সমূহ