• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

সাহিত্যে খেলা (শব্দার্থ ও টীকা)

রোদ্যাঁ ফ্যাঁসোয়া অগুস্ত রোদ্যাঁ (১৮৪০-১৯১৭) বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর। তাঁর শ্রেষ্ঠ কীর্তির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে- 'নরকের দুয়ার' ও 'বাঘার্স অব ক্যালে'। অন্যান্য অবিনশ্বর কীর্তি- 'চিন্তাবিদ', 'আদম', 'ইভ'। তিনি ভিক্টর হুগো, বালজাক, বার্নার্ড শ প্রমুখ বিখ্যাত সাহিত্যিকের প্রতিকৃতি নির্মাণ করেন।
শিব
মহাদেব, মঙ্গলকারী দেবতা।
ইতর
নীচ, অধম। এখানে নগণ্য অর্থে ব্যবহৃত।
কলারাজ্য
শিল্পকলার পরিমণ্ডল।
অবতীর্ণ
অবতার হিসেবে মানুষের মূর্তিতে নেমেছে এমন বা নেমে আসা।
মর্তবাসী
মাটির পৃথিবীর অধিবাসী।
রসাতল
পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল, অধঃপাত, ধ্বংস।
গতায়াত
যাতায়াত।
প্রবৃত্তি
অভিরুচি, ইচ্ছা, ঝোঁক, আসক্তি।
অগত্যা
অন্য উপায় না থাকায়, নিরুপায় বা বাধ্য হয়ে, অনিচ্ছা সত্ত্বেও।
সুর তারায় চড়িয়ে
রাখতে হবে
সুর উচ্চ সপ্তকে ধরে রাখতে হবে।
গীতিকবিতা
আত্মভাবপ্রধান কবিতা বিশেষ (Lyric)।
রঙ্গভূমি
আমোদ-প্রমোদের জায়গা। অভিনয় প্রদর্শনের স্থান।
স্বগতোক্তি
আপন মনে নিজে নিজে কথা বলা, অন্যের উদ্দেশ্যে বলা হয়নি এমন উক্তি।
স্বার্থ
নিজের উদ্দেশ্য সিদ্ধি।
পরার্থ
অন্যের হিত, পরোপকার।
নিষ্কাম কর্ম
ফললাভের কামনা করা হয়নি এমন কাজ।

মোক্ষলাভ
ভববন্ধন থেকে মুক্তি লাভ, আত্মার মুক্তি অর্জন।
জীবাত্মা
প্রাণীর দেহে অবস্থানকারী আত্মা।
পরমাত্মা
পরম ব্রহ্মা, ঈশ্বর, সৃষ্টিকর্তা।
মনোরঞ্জন
মনের সন্তোষ সাধন।
স্বধর্মচ্যুত
নিজস্ব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত।
খেলো করা
গুরুত্বহীন বা অসার করা।
বৈশ্য
প্রাচীন আর্যসমাজের চতুর্বর্ণের তৃতীয় স্তর-যারা কৃষিকাজ বা ব্যবসা-বাণিজ্য করত।
শূদ্র
প্রাচীন আর্যসমাজের চতুর্বর্ণের নিম্নতম শ্রেণি বা বর্ণ।
মতিগতি
ইচ্ছা ও প্রবণতা।
গলাধঃকরণ
ভক্ষণ, পান।
বাল্মীকি
'রামায়ণ' প্রণেতা বিখ্যাত ঋষি ও কবি। প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত। যৌবনে তার নাম ছিল রত্নাকর এবং পেশা ছিল দস্যুতা। জনশ্রুতি অনুসারে তিনি ব্রহ্মার উপদেশে দস্যুবৃত্তি ছেড়ে তপস্যামগ্ন হন এবং নারদের উপদেশে 'রামায়ণ' রচনা করেন।
কুশীলব
নট, অভিনেতা।
যথাসর্বস্ব
সমস্ত কিছু।
কৌপীন
ল্যাঙট।
পেলা
পাঁচালী কীর্তন ইত্যাদির আসরে গায়ক-গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিক।
যোগবশিষ্ঠ রামায়ণ
রামচন্দ্রের প্রতি বশিষ্ঠ মুনির উপদেশ সংবলিত সংস্কৃত রামায়ণ। এতে যোগ ও আত্মজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় উপাখ্যানসহ উপদেশ আকারে আলোচিত হয়েছে।
কস্মিনকালেও
কোনো সময়েই, কখনও।
টীকাভাষ্য
ব্যাখ্যা ও মন্তব্য।
নিগূঢ়
দুর্জেয়, গভীর ও প্রচ্ছন্ন।
তত্ত্ব
কোনো বিষয় সম্পর্কে জ্ঞান বা বিদ্যা, মতবাদ।
সবর্ণ
সম রং বিশিষ্ট। একই রঙের।
সগোত্র
একই গোত্রভুক্ত।
শবচ্ছেদ
শবদেহ কেটে পরীক্ষা করা, মড়া কাটা।
অনুভূতিসাপেক্ষ
অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয় এমন।
তর্কসাপেক্ষ
তর্কের মাধ্যমে বিচার বিবেচনা করতে হয় এমন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ