- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সাহিত্যে খেলা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা (বহুনির্বাচনি প্রশ্ন)
১. 'পরার্থ' শব্দের অর্থ কোনটি?
ক. পারিতোষিক
খ. মনোজগৎ
গ. পরোপকার
ঘ. মনোরঞ্জন
২. লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কোনটি?
ক. সমাজের মনোরঞ্জন করা
খ. অন্যের মনের অভাব পূর্ণ করা
গ. মানুষের মনকে জাগানো
ঘ. মনকে বিশ্বের খবর জানানো
৩. সাহিত্য 'স্বধর্মচ্যুত' হয় তখন, যখন সাহিত্যচর্চা হয়-
ক. ফললাভের আকাঙ্ক্ষাশূন্য
খ. জনসাধারণের মনোরঞ্জনের জন্য
গ. জনসাধারণের মঙ্গলের জন্য
ঘ. শিল্পীচিত্তের সম্পূর্ণতার লক্ষ্যে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রচার শেষে জ্ঞানের কথার উদ্দেশ্য সফল। কিন্তু হৃদয়ভাবের কথা প্রচারে শেষ হয় না। তা কালজয়ী।
৪. 'সাহিত্যে খেলা' প্রবন্ধে অনুচ্ছেদটির 'জ্ঞানের কথা'র সমার্থক ভাব হলো-
i খবর প্রদান
ii পাঠকের মনতুষ্টি
iii মুখস্থবিদ্যা
নিচের কোনটি ঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. 'সাহিত্যে খেলা' প্রবন্ধ অনুসারে নিচের কোনটি অনুচ্ছেদের মূলভাবের সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ?
ক. মনের শূন্যতা পূর্ণ করাই সাহিত্যের লক্ষ্য
খ. কল্যাণ সাধন করা সাহিত্যের প্রধান উদ্দেশ্য
গ. প্রশংসা অর্জনের জন্য সাহিত্যের সৃষ্টি
ঘ. মনের সঙ্গে সম্পর্ক রচনা সাহিত্যের বৈশিষ্ট্য
সম্পর্কিত প্রশ্ন সমূহ

