• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি
প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি

ব্রেস্ট-লিটভস্ক শান্তিচুক্তি

১৯১৮ খ্রিষ্টাব্দের মার্চ মাসে সোভিয়েত রাশিয়া এবং জার্মানি ও তার মিত্রদের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়। রাশিয়ার পক্ষে এ চুক্তি ছিল আপাত অসম্মানজনক। এ চুক্তির শর্তানুযায়ী জার্মানি অস্ট্রিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও বাল্টিক এলাকার উপর পূর্ণ কর্তৃত্ব লাভ করে। ইউক্রেনও জার্মানির কর্তৃত্বাধীনে চলে যায়। আরও সাব্যস্ত হয় যে, রাশিয়া জার্মানিকে ক্ষতিপূরণ দেবে। রাশিয়া এ চুক্তি মানতে বাধ্য হয়েছিল এ কারণে যে, একদিকে জার আমলের পুরনো বাহিনী বিলুপ্ত করা হয়েছিল, অন্যদিকে লালফৌজের ছিল তখন অতি শৈশব অবস্থা। প্রতিকূল শর্তাবলি সত্ত্বেও ব্রেস্ট-লিটভস্ক শান্তিচুক্তি রাশিয়াকে দিয়েছিল এমন একটি অবসর, যার তখন ছিল খুবই প্রয়োজন। এই অবসরে রাশিয়া ভূস্বামী ও বুর্জোয়া প্রতিবিপ্লবীদের মূলোৎপাটন করা এবং বিদেশি হামলা প্রতিরোধ করার উপযোগী বাহিনী গঠন করতে সমর্থ হয়েছিল। ১৯১৮ খ্রিষ্টাব্দের নভেম্বরে এ চুক্তি বাতিল করে দেওয়া হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ