- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
ই-গভর্নেন্স ও সুশাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
ই-গভর্নেন্স ও সুশাসন
ই-গভর্নেন্সের মাধ্যমে প্রদানকৃত সেবাসমূহ | Services Provided by E-governance
ই-গভর্নেন্স বর্তমানে কম-বেশি আধুনিক সব রাষ্ট্রেই বিভিন্ন পর্যায়ে চালু করা হয়েছে। ই-গভর্নেন্সের প্রচলন সরকারি কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে। ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে ই-গভর্নেন্স নাগরিক সুবিধাদি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বর্তমানে তাই ই-গভর্নেন্স ব্যাপকভাবে বিভিন্ন পরিসরে জনগণকে সেবা বা সার্ভিস প্রদান করছে। নিম্নে ই-গভর্নেন্সের মাধ্যমে জনগণকে প্রদানকৃত বিভিন্ন সেবাসমূহ উল্লেখ করা হলো:
- জমির দলিল রেজিস্ট্রেশন;
- ড্রাইভিং ও অন্যান্য লাইসেন্স ইস্যু ও নবায়ন করা;
- মোটরগাড়ির লাইসেন্স প্রদান;
- পাসপোর্ট ইস্যু করা;
- টেন্ডার প্রক্রিয়া পরিচালনা;
- পরীক্ষার পরিচালনা এবং ফলাফল প্রদান;
- পাওয়ার ডিস্ট্রিবিউশন;
- ট্যাক্স ফাইলিং এবং পরিশোধ;
- বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণ করা;
- উন্নয়নমূলক কার্যক্রম মনিটর করা;
- বিভিন্ন প্রয়োজনীয় পরিসংখ্যান ও জরিপ পরিচালনা করা;
- সরকারের বিভিন্ন নীতিমালা, ইস্যু সম্পর্কে জনগণের মতামত গ্রহণ;
- সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে প্রয়োজনীয় তথ্য প্রদান;
- সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের মধ্যে অটোমেশনের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপন ইত্যাদি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ