- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পাকিস্তান থেকে বাংলাদেশ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পাকিস্তান থেকে বাংলাদেশ
ভাষা আন্দোলন, ১৯৫২
ব্রিটিশ-ভারত বিভক্ত হয়ে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ধর্মীয় কারণে প্রতিষ্ঠিত হয় পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অধিকাংশ জনগণ মুসলিম হলেও দুই অঞ্চলের জনগণের মধ্যে তেমন কোনো সমঝোতা বা ঐক্য গড়ে ওঠেনি। বরং পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষাগত প্রশ্নে বিরোধ দেখা দেয়। এ কারণে পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের মৌলিক আদর্শের সাথে কোনোদিন একাত্মতা অনুভব করতে পারেনি। আর এ কারণেই পাকিস্তান স্বাধীন হওয়ার অব্যবহিত পরে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 'তমদ্দুন মজলিস' নামক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সর্বপ্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করা হয়। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ ও আবুল কাশেমের লেখা তিনটি প্রবন্ধ নিয়ে প্রকাশিত পুস্তিকায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ