- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
কর্তব্যের শ্রেণিবিভাগ (Classification of duties)
কর্তব্যকে প্রথমত দুভাগে ভাগ করা যায়; যথা:
১। নৈতিক কর্তব্য ও
২। আইনগত কর্তব্য।
১. নৈতিক কর্তব্য (Moral duties): নাগরিক নীতিবোধ ও বিবেকবোধ থেকে নৈতিক কর্তব্যের জন্ম। নাগরিক স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ ও সমাজের কল্যাণে যেসব করণীয় বলে মনে করে বা সম্পাদন করে তাকে নৈতিক কর্তব্য বলা হয়। যেমন- দুঃস্থ মানুষকে সাহায্য, বন্যা, খরা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অন্যের দুঃখে দুঃখী হওয়া ইত্যাদি নৈতিক কর্তব্য বলে মনে করা হয়। তবে নৈতিক কর্তব্য কেউ পালন না করলে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।
২. আইনগত কর্তব্য (Legal duties): রাষ্ট্রীয় আইন ধারা জনগণের জন্য অবশ্য পালনীয় হিসেবে যেসব দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া, তাকে আইনগত কর্তব্য বলা হয়। এসব কর্তব্য পালন না করলে নাগরিকদের শাস্তি পেতে হয়। যেমন- আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা ইত্যাদি।
আইনগত কর্তব্যকে আবার নিম্নবর্ণিত কয়েকটি ভাগে ভাগ করা হয়:
(ক) সামাজিক কর্তব্য (Social duties): মানুষের সামাজিক জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য তাকে কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব করণীয় কাজকে বলা হয় সামাজিক কর্তব্য। যেমন- সামাজিক সম্পর্ক গড়ে তোলা, সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণ করা, সন্তানসন্ততিকে শিক্ষাদান করা প্রভৃতি নাগরিকের সামাজিক কর্তব্য।
(খ) রাজনৈতিক কর্তব্য (Political duties): রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষ কতিপয় রাজনৈতিক দায়িত্ব পালন করে থাকে, তাকে রাজনৈতিক কর্তব্য বলা হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্র প্রণীত আইন মেনে চলা, সচেতনতার সাথে ভোটাধিকার প্রয়োগ, স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রভৃতি রাজনৈতিক কর্তব্য।
( গ) অর্থনৈতিক কর্তব্য (Economical duties): রাষ্ট্রের সকল সক্ষম নাগরিকের উৎপাদন, বণ্টন ও বিনিয়োগের কাজে অংশগ্রহণ করা নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, প্রশাসন পরিচালনা ও প্রতিরক্ষা কাজের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই নিয়মিত কর, খাজনা প্রদান, কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্য সংক্রান্ত সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করা নাগরিকের অর্থনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।
(ঘ) অন্যান্য কর্তব্য (Other duties): উপরিউক্ত কর্তব্য ছাড়াও নাগরিকের আরও কিছু কর্তব্য রয়েছে। যেমন-পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি।
সম্পর্কিত প্রশ্ন সমূহ