- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
অধিকার ও কর্তব্যের সম্পর্ক Relation Between Rights & Duties
অধিকার ও কর্তব্যের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। নাগরিকগণ অধিকার ভোগের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। আর কর্তব্য পালনের মাধ্যমে অধিকার ভোগ করা যায়। রাষ্ট্র নাগরিকদের জন্য অধিকার সৃষ্টি করবে সত্য কিন্তু উক্ত অধিকার উপভোগের পূর্বে নাগরিকের কতকগুলো শর্ত পালন করতে হয়। কর্তব্য পালন ও অধিকার উপভোগ এ দুয়ে মিলে সমাজ ও জীবন সুন্দর হয়ে ওঠে। নিচে অধিকার ও কর্তব্যের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হলো:
১. অধিকার ও কর্তব্য মুদ্রার এপিঠ-ওপিঠ সমাজের সদস্য হিসেবে আমার যেমন অধিকার আছে, তেমন অন্যেরও আমার মতো অধিকার আছে। আমার উচিত হবে অন্যের অধিকারে বিঘ্ন সৃষ্টি না করা। তদ্রূপ অন্যেরও কর্তব্য হলো আমার অধিকারে বিঘ্ন সৃষ্টি না করা। এ প্রসঙ্গে অধ্যাপক লাস্কি (Prof. Laski) বলেন, "অধিকার ও কর্তব্য হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ।" ("Rights and duties are two aspects of the same thing.")
২. একে অপরের পরিপূরক আমি যে অধিকার উপভোগ করি এজন্য রাষ্ট্র সর্বপ্রকার নিশ্চয়তা বিধান করে। তেমনি রাষ্ট্রও এ নিশ্চয়তার বিনিময়ে আমার কাছ থেকে কিছু কর্তব্য আশা করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য, রাষ্ট্রের যা অধিকার নাগরিকের নিকট তা কর্তব্য।
৩. একজনের অধিকার অন্যের কর্তব্য অন্যের অধিকার রক্ষার জন্য আমারও কর্তব্য পালন করা উচিত। এর অর্থ হলো অন্যের যা অধিকার আমার কাছে তা কর্তব্যস্বরূপ। একজনের চলার অধিকারের অর্থ হলো অন্য কেউ যেন তার চলার পথে বাধা সৃষ্টি না করে। তেমনি আমার বাঁচার অধিকারের অর্থ হলো কেউ যেন আমার জীবনের প্রতি হুমকি সৃষ্টি না করে।
৪. উভয়ে সমাজবোধ থেকে উদ্ভুত অধিকার ও কর্তব্য উভয়ে সমাজবোধ থেকে উদ্ভূত। অধিকার সমাজ জীবনকে সহজ ও সচেতন করে। আর কর্তব্য সমাজ জীবনকে সংহত করে। রাষ্ট্র আমার অধিকার উপভোগের জন্য যাবতীয় অনুকূল ব্যবস্থা নিশ্চিত করে এবং আইন প্রয়োগ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। সুতরাং আমার কর্তব্য হলো রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
৫. অধিকারের পরিধি কর্তব্যবোধ দ্বারা সীমিত অধিকারের পরিধি কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ। অধিকার অবাধ ও সীমাহীন হলে স্বেচ্ছাচারিতার সৃষ্টি হতে পারে। এতে সমাজের দুর্বল মানুষেরা অধিকার থেকে বঞ্চিত হতে পারে। তাই দেখা যাচ্ছে, একজনের অধিকার অন্যান্যের কর্তব্যবোধ দ্বারা সীমাবদ্ধ।
৬. নৈতিক অধিকার ও নৈতিক কর্তব্য সম্পর্কযুক্ত নৈতিক অধিকার ভোগ করলে নৈতিক কর্তব্য পালন করতে হয়। উদাহরণে বলা যায়, পিতামাতা সন্তানের লালন-পালন করে এবং শিক্ষা দেয় বলে পিতামাতা বৃদ্ধ হলে সন্তানেরা তাদের সেবাযত্ন করে।
৭. উভয়ে সামাজিক কল্যাণের সাথে যুক্ত অধিকার ও কর্তব্যের সাথে সামাজিক বন্ধন ও কল্যাণ নিহিত। অধিকার উপভোগ ও কর্তব্য পালনের মধ্যে নিজের ও সমাজের শান্তি ও কল্যাণ বিদ্যমান।
সর্বশেষে বলা যায়, মূলত কর্তব্যের জন্যই অধিকারের প্রশ্ন আসে। আমার প্রতিবেশীর প্রতি আমার যে কর্তব্য সেটা প্রতিবেশীর জন্য অধিকারস্বরূপ। তাই দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একে অপরের উপর নির্ভরশীল ও পরিপূরক।
সম্পর্কিত প্রশ্ন সমূহ