- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ফরাসি বিপ্লব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফরাসি বিপ্লব
রানি মেরি আঁতোয়ানেত (Queen Marie Antoinette 1755-1793) (১৭৫৫-১৭৯৩ খ্রিষ্টাব্দ)
রানি মেরি আঁতোয়ানেত (Queen Marie Antoinette 1755-1793) (১৭৫৫-১৭৯৩ খ্রিষ্টাব্দ)
বুরবোঁ রাজবংশের রাজা ষোড়শ লুই-এর স্ত্রী। সুন্দরী, অহংকারী ও ব্যক্তিত্বপূর্ণ মেরি আঁতোয়ানেত-এর জন্ম হয়েছিল অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজবংশে। তার পূর্ণনাম হলো মেরি আঁতোয়ানেত জোসেফা জোহান্না। ষোড়শ লুই-এর সঙ্গে বিয়ের পর তিনি ফ্রান্সের কুইন কনসর্ট হন। প্রথমে ফরাসি জনগণের প্রিয় হলেও পরে তার অমিতব্যয়িতা, বিলাসব্যসন ও উচ্ছৃঙ্খলতার জন্য অপ্রিয় হয়ে ওঠেন। দেশের অভ্যন্তরে অনাবৃষ্টির কারণে গমের উৎপাদন কম হয়, যার ফলে রুটির দাম কমানোর জন্য শহরে ভুখা মিছিল বের হলে রানি তাদের রুটির পরিবর্তে কেক খাওয়ার পরামর্শ দেন, যা চরম স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।
কিছু ঐতিহাসিক মনে করেন, তার জন্যই ফ্রান্স ফকির হয়ে গিয়েছিল ও বিপ্লব সূচিত হয়েছিল। বিপ্লবে ষোড়শ লুই-এর শিরশ্ছেদের পর তার বিচার ও মৃত্যুদণ্ড হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

