• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ফরাসি বিপ্লব
ফরাসি বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফরাসি বিপ্লব

ডাইরেক্টরি শাসন

ফরাসি বিপ্লবের শেষ সরকার অর্থাৎ ৪র্থ বিপ্লবী সরকার ছিল ডাইরেক্টরি শাসন, যার সময় ছিল ১৭৯৫-১৭৯৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত। ফরাসি বিপ্লবের ৩য় সরকার (১৭৯২-১৭৯৫ খ্রিষ্টাব্দ) সন্ত্রাসের রাজত্ব অবসানের পর ৩য় সংবিধানের উপর ভিত্তি করে ৫ জন বিপ্লবী নেতার হাতে রাষ্ট্রের শাসনক্ষমতা ন্যস্ত করে। সাংবিধানিকভাবে এ ৫ নেতার সরকারকে 'ডাইরেক্টরি' শাসন বলা হয়। পাঁচজন ডাইরেক্টর হলেন- পল দ্য ব্যারাস, লুই লুপো, ফাঁসোয়া, রিউবেল এবং ল্যাজারো। পাঁচজন ডাইরেক্টর অর্থাৎ পরিচালক মধ্যপন্থি আদর্শে বিশ্বাসী ছিলেন। এটা ছিল সেনা সমর্থিত সরকার। ১৭৯৯ খ্রিষ্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান।

সম্পর্কিত প্রশ্ন সমূহ