• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ফরাসি বিপ্লব
ফরাসি বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফরাসি বিপ্লব

টেনিস কোর্ট শপথ

ফরাসি বিপ্লবের প্রথম দিককার এক নাটকীয় ঘটনা। ১৭৮৯ খ্রিষ্টাব্দের ২০শে জুন তারিখে তৃতীয় স্টেট বা পার্লামেন্টের ডেপুটিরা আকস্মিকভাবে ভার্সাইয়ের নির্ধারিত সম্মেলনস্থল বন্ধ করে দেওয়াকে তৃতীয় এস্টেট আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার পূর্বলক্ষণ হিসেবে বিবেচনা করেন এবং রাজপ্রাসাদের অপর পাশের রাজকীয় টেনিস কোর্টে (লম্বা খোলা হল ঘরে) মুলতবি বৈঠকে মিলিত হন। মি. বেইলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ডেপুটিরা শপথ গ্রহণ করেন, যে পর্যন্ত দেশের শাসনতন্ত্র শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হবে, সে পর্যন্ত তারা যখনই প্রয়োজন, তখনই বৈঠকে মিলিত হতে থাকবেন। স্বভাবতই এই শপথ ছিল রাষ্ট্রক্ষমতার উপর জনগণের বিপ্লবাত্মক দাবিরই শামিল। অবশ্য এই শপথের তিন দিন পরেই ডেপুটিগণ তাদের সাবেক সম্মেলনস্থলে ফিরে যেতে সমর্থ হন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ