• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ফরাসি বিপ্লব
ফরাসি বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফরাসি বিপ্লব

গিরোন্ডিস্ট দল

আধুনিককালে যে রাজনৈতিক দলব্যবস্থা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিদ্যমান, বিপ্লবী ফ্রান্সে সেরকম কোনো রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ হয়নি। ন্যাশনাল কনভেনশনে (আইনসভায়) ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম প্রদেশ গিরোন্ডি থেকে যারা নির্বাচিত হতেন তাদের গিরোন্ডিস্ট বলা হতো। কাজেই গিরোন্ডিস্ট আধুনিক অর্থে কোনো রাজনৈতিক দল নয়, এদের গোষ্ঠী বলাই শ্রেয়। কয়েকজন বিপ্লবী দ্বারা এটি পরিচালিত হতো। গিরোডিস্ট নেত্রী ছিলেন মাদাম রোল্যান্ড। কখনো এটাকে ডানটনের দল আবার কখনো ব্রিসোর দল বলা হতো। বুর্জোয়া অর্থাৎ, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী দ্বারা এটা পরিচালিত হতো।' এরা সমাজতান্ত্রিক গণতন্ত্রের পরিবর্তে রাজনৈতিক গণতন্ত্র, অর্থাৎ প্রজাতন্ত্র অধিক পছন্দ করত। তারা মনে করত, যুদ্ধের মধ্য দিয়েই ফরাসি বিপ্লবের আদর্শ ও কর্মসূচি ইউরোপে বিস্তার লাভ করবে। এ নীতির বিরোধিতা করেন জেকোবিন দলের বিপ্লবী নেতা রোবস্পিয়ার। ১৭৯৩ খ্রিষ্টাব্দে জেকোবিনরা রোবস্পিয়ারের নেতৃত্বে ন্যাশনাল কনভেনশনে একক আধিপত্য বিস্তার করে এবং গিরোন্ডিস্টদের বিতাড়িত করে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ