• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ফরাসি বিপ্লব
ফরাসি বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ফরাসি বিপ্লব

গিলোটিন

সন্ত্রাসের রাজত্বকালীন (১৭৯৩-১৭৯৪ খ্রিষ্টাব্দ) গিলোটিন নামক যন্ত্র দিয়ে হাজার হাজার সম্ভাব্য বিদ্রোহীকে হত্যা করা হয়। ডাক্তার গিলোটিনের নকশানুযায়ী মানুষকে শিরশ্ছেদ করার যন্ত্রটি আবিষ্কৃত হয়েছিল বিধায় এর নাম হয় গিলোটিন। মোটকথা পাইকারি হারে মানুষকে শিরশ্ছেদ করে হত্যা করার যন্ত্রের নাম গিলোটিন। সন্ত্রাসের রাজত্বের প্রতিষ্ঠাতা রোবস্পিয়ার ও দান্তেকে গিলোটিনে হত্যা করা হয়। যে গিলোটিনে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসের রাজত্বের বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়, সন্ত্রাসের রাজত্বের অবসান হয় সেই গিলোটিনে রোবম্পিয়ার হত্যার মধ্য দিয়ে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ