- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ফরাসি বিপ্লব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফরাসি বিপ্লব
কোড নেপোলিয়ন
নেপোলিয়নের শ্রেষ্ঠ কৃতিত্ব কোড নেপোলিয়ন। তিনি নিজেই তা ভাবতেন। ১৮০৪ খ্রিষ্টাব্দে তার তত্ত্বাবধানে ও ৫ জন বিচক্ষণ আইনবিদের সমন্বয়ে Civil Code নামে একটি আইন কমিশন গঠন করা হয়। এ আইন কমিশন ১৮০৭ খ্রিষ্টাব্দে যে আইন বিধি ও নীতি প্রণয়ন করে নেপোলিয়ন সেগুলোকে Code Nepoleon হিসেবে ঘোষণা করেন। একটি শক্তিশালী আইনব্যবস্থা দ্বারা শাসনব্যবস্থা পরিচালিত হবে- এরূপ উদ্দেশ্যেই নেপোলিয়ন তার 'কোড নেপোলিয়ন' ঘোষণা করেন।
কোড নেপোলিয়নের ৩টি অংশ ছিল, যথা-
১। দেওয়ানি কোড, ২। ফৌজদারি কোড ৩। বাণিজ্যিক কোড।
এ ৩টি কোডের সারমর্ম দাঁড়ায়:
(ক) আইনের চোখে সব নাগরিক সমান। এ ব্যবস্থায় নিশ্চিতভাবে নিশ্চিতভাবে ফরাসি বিপ্লবের আদর্শ সাম্য প্রতিষ্ঠিত হয়।
(খ) সব নাগরিকের দেশের সব সুযোগ-সুবিধা লাভের স্বাধীনতা ও অধিকার স্বীকৃত হয়। এখানেও বিপ্লবের আদর্শ স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়।
(গ) চাকরি লাভের ক্ষেত্রে বিপ্লবপূর্ব যুগের অভিজাত ও বংশকৌলীন্য লোপ পায়।
(ঘ) পৈতৃক সম্পত্তিতে সব বৈধ সন্তানের সমান অধিকার ঘোষণা করা হয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

