- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আব্বাস লোকটিকে যুক্ত করে দিলেও তিনি কেন পালিয়ে যাননি?
লোকটি মহৎপ্রাণ হওয়ায় আলী ইবনে আব্বাস তাঁকে মুক্ত করে দিলেও তিনি চলে যাননি।
লোকটি নিরপরাধ জেনে আলী ইবনে আব্বাস তাঁকে মুক্ত করে দেন এবং পালিয়ে যেতে বলেন। অথচ লোকটি আলী ইবনে আব্বাসকে জানান যে, তিনি পালিয়ে গেলে তার জীবন শঙ্কায় পড়ে যাবে। অনেকদিন আগে ওই লোকটিই আলী ইবনে আব্বাসের প্রাণ বাঁচিয়েছেন। তাই নিজের স্বার্থে তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারবেন না। বরং লোকটি আব্বাসকে অনুরোধ করেন, তিনি যেন খলিফার সামনে তাঁকে নিরপরাধ প্রমাণে চেষ্টা করেন। আসলে মহানুভবতার কারণেই লোকটি পালিয়ে যাননি ।
সম্পর্কিত প্রশ্ন সমূহ