• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি || Islamic Education and Culture

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি || Islamic Education and Culture

ইসলাম শিক্ষার পরিচয়- Introduction to Islamic Education

বিশ্বের সকল ধর্মের মধ্যে ইসলাম সম্পূর্ণ স্বতন্ত্র। 'ইসলাম' শব্দটির মধ্য দিয়েই এ ধর্ম প্রাণশক্তি লাভ করেছে। মুসলিম জাতির জীবনধারা, কর্মপদ্ধতি, আদর্শ, এ জাতির প্রেরণা, কর্মচাঞ্চল্য, ত্যাগ, সাধনা ও সাফল্য এই একটিমাত্র শব্দে প্রকাশিত হয়েছে। 'ইসলাম' শব্দটি তাই গভীর তাৎপর্যবহ।

হযরত আদম (আ) সর্বপ্রথম ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছেন। তারপর আবির্ভূত হয়েছেন অসংখ্য নবি-রাসুল। তাঁরা সবাই ইসলামের কথা বলেছেন। হযরত নূহ, ইবরাহিম, দাউদ, মুসা, ঈসা প্রমুখ নবিগণ ইসলাম প্রতিষ্ঠার জন্যই আত্মনিয়োগ করেছেন। ইসলামের রয়েছে নিজস্ব শিক্ষাব্যবস্থা। ইসলামের পূর্ণতার মতোই এ শিক্ষাব্যবস্থাও পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র। 'ইসলাম শিক্ষা' কী এ বিষয়ে জানার আগে ইসলাম' ও 'শিক্ষা' সম্পর্কে ধারণা নেওয়া দরকার ।

'ইসলাম' 'এর পরিচয়

আভিধানিক পরিচয়:

ইসলাম আরবি শব্দ। এটি  ‘سِلْمٌ’ (সিলমুন) এবং ‘سَلاَمٌ’ (সালামুন)  শব্দ থেকে নিষ্পন্ন। 'সিলমুন' ও 'সালামুন' অর্থ— শান্তি। আর ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, নিরাপত্তা দেওয়া ইত্যাদি। ইংরেজিতে এ অর্থগুলোকে যথাক্রমে to obey, to surrender, to tread the path of peace, to ensure security ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

اذْ قَالَ لَهُ رَبةٌ أَسْلِمُ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَلَمِينَ .

অর্থ: (স্মরণ করুন) যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বলেছিলেন, অনুগত হও। তিনি বলেছিলেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত হলাম (সুরা আল বাকারা : ১৩১)।

পারিভাষিক পরিচয়:

শরিয়তের পরিভাষায় ইসলাম হচ্ছে— মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর কাছে পূর্ণ আত্মসমর্পণ করা ও তাঁর অনুগত হওয়া। বিনা দ্বিধায় তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করা ।

ইমাম আযম আবু হানিফা (র) বলেন— “ইসলাম হচ্ছে আল্লাহ তায়ালাকে মেনে নিয়ে তাঁর সকল আদেশ-নিষেধ অনুসারে তাঁর প্রতি আত্মসমর্পণ করা।”

আল কুরআনে বলা হয়েছে— إِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ فَلَهُ أَسْلِمُوا

অর্থ: তোমাদের ইলাহ এক, সুতরাং তাঁরই কাছে আত্মসমর্পণ করো (সুরা হজ : ৩৪)।

মূলত ইসলাম শব্দের মূল কথা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সোপর্দ করে দেওয়া। আর যিনি ইসলামের বিধান অনুসারে জীবনযাপন করেন, তিনি হলেন মুসলিম বা মুসলমান ।

শিক্ষার পরিচয়

শিক্ষা অর্থ— অভ্যাস, অনুশীলন ও চর্চার মাধ্যমে কোনো বিষয় আয়ত্তে নেওয়া । শিক্ষার আরবি প্রতিশব্দ - علم- যার অর্থ জানা, পাঠ করা, অনুশীলন করা। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education, যা ল্যাটিন Educare শব্দ থেকে নিষ্পন্ন। Educare অর্থ— প্রতিপালন করা, পরিচর্যা করা। পর্যবেক্ষণ ও অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন ও প্রদানের কৌশলকে শিক্ষা বলা হয়। ব্রিটিশ শিক্ষাবিদ জন আলফ্রেড গ্রিন (John Alfred Green)- এর ভাষায়, “Education is the art of acquiring knowledge and using it properly.” অর্থাৎ, জ্ঞান অর্জন ও তা সুষ্ঠুভাবে ব্যবহারের একটি কলা হলো শিক্ষা।

ইসলাম শিক্ষার পরিচয়

ইসলাম শিক্ষা বলতে বোঝায়, যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে ৷

আল্লাহ সর্বজ্ঞানের আধার। মানুষকে তিনি জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য প্রভৃতি দান করেছেন। ইসলাম শিক্ষা সেই জ্ঞান- বুদ্ধি বিকাশে সহযোগিতা করে। মানুষের চরিত্র, কর্মদক্ষতা ও আচরণকে পরিশীলিত এবং পরিমার্জিত করে। তাকে উন্নত ও সমৃদ্ধ মানুষে পরিণত করে। সে অজানাকে জানে। অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। আল-কুরআনে বলা হয়েছে - A Jobaby। অর্থ: আল্লাহ মানুষকে তা শিখিয়েছেন, মানুষ যা জানত না (সুরা আলাক: ৫)। জ্ঞান মানুষের মহামূল্যবান সম্পদ। মহান রাব্বুল আলামিন মানুষকে জ্ঞানের অধিকারী করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এ সম্পর্কে পবিত্র কুরআনে এরশাদ হয়েছে—

وانزل الله عليك الكتب وَالْحِكْمَةَ وَعَلَمَكَ مَالَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا.

অর্থ: আল্লাহ তোমার প্রতি কিতাব ও হেকমত অবতীর্ণ করেছেন আর তুমি যা জানতে না, তা তোমাকে শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহর মহাঅনুগ্রহ রয়েছে (সুরা নিসা: ১১৩)।

এ হিসেবে বলা যায়, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানলাভ করার শিক্ষাই ইসলাম শিক্ষা। এর মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার শক্তি ও ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করে। নিজের উৎপত্তি, বিকাশ ও পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হয়।

বিস্তারিতভাবে বললে, যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে তাকে ইসলাম শিক্ষা বলে। এ শিক্ষা কুরআন, সুন্নাহ, তাওহিদ ও রিসালাতভিত্তিক। এ শিক্ষালাভের ফলে শিক্ষার্থীর চরিত্র, আচরণ ও চিন্তাশক্তি এমনভাবে তৈরি হবে যে, সে তার জীবনের সকল কর্মকাণ্ড ইসলামের আদর্শে পরিচালিত করতে সক্ষম হবে। কাজেই বলা যায়, কুরআন-সুন্নাহর আলোকে বিন্যস্ত দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিতকারী শিক্ষাই ইসলাম শিক্ষা ।

জেনে রাখো :

সাধারণ শিক্ষা ব্যক্তির জ্ঞান-বুদ্ধি বিকাশে সহায়তা করে। তাকে উন্নত ও সমৃদ্ধ মানুষে পরিণত করে। কেবল দুনিয়ামুখী শিক্ষা ব্যক্তির পার্থিব জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করলেও পরকালীন জীবন সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেয় না। ফলে ব্যক্তির আখিরাতে মুক্তির কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু ইসলামি শিক্ষা একই সাথে ব্যক্তির পার্থিব জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করার পাশাপাশি পরকালীন মুক্তির ব্যবস্থা করে। ফলে দুনিয়া ও আখিরাত উভয় জীবনে ব্যক্তি সাফল্য লাভ করে।

একক কাজ : ইসলাম শিক্ষার পরিচয় সম্পর্কে ৫টি বাক্য লেখো।

বাড়ির কাজ : ড. শরিফুল ইসলাম এমন একটি শিক্ষাব্যবস্থা নিয়ে শ্রেণিকক্ষে আলোচনা করছিলেন যে শিক্ষাব্যবস্থা ইসলামি নীতিমালা, অনুশাসন ও বিধি মোতাবেক পরিচালিত হয় এবং মানুষের জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র এবং মানসিক শক্তির বিকাশ ঘটায়। এ শিক্ষা লাভের ফলে শিক্ষার্থীর চরিত্র, আচরণ ও চিন্তাশক্তি এমনভাবে তৈরি হয় যে, সে তার জীবনের সকল কর্মকাণ্ড ইসলামের আদর্শে পরিচালিত করতে সক্ষম হয়।

ক. ড. শরিফুল ইসলাম শ্রেণিকক্ষে কোন শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন? ব্যাখ্যা করো ।

খ. ইসলামের পূর্ণতার মতোই এ শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র'— মূল্যায়ন করো।

পূর্ববর্তী