• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি || Islamic Education and Culture

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি || Islamic Education and Culture

মক্তবের পরিচয়- Introduction to Maktab

মূর্খ ও অজ্ঞ মানুষের এক বর্বর সমাজে রাসুলুল্লাহ (স) প্রেরিত হয়েছেন। সে সমাজের মানুষের মধ্যে ছিল না শিক্ষা, আদর্শ, শালীনতাবোধ, সভ্যতা, চারিত্রিক নিষ্কলুষতা। অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত সেই সব মানুষের কাছে মহানবি (স) এসেছিলেন সঠিক পথের দিশা নিয়ে। মহানবি (স) যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেন তখন আরব দেশে শিক্ষিত লোক সংখ্যায় খুব কম ছিল। তাই তিনি জ্বালিয়েছিলেন জ্ঞানের মশাল। প্রতিষ্ঠা করেছিলেন 'দারুল আরকাম' নামক একটি শিক্ষায়তন। 'দারুল আরকাম' হলো মুসলমানদের প্রথম শিক্ষালয়। মহানবি হযরত মুহাম্মদ (স) সাফা পাহাড়ের পাদদেশে সাহাবি হযরত আরকামা (রা) এর বাড়িতে এটি প্রতিষ্ঠা করেন। রাসুল (স) নিজেই এর শিক্ষক ছিলেন। এখানে তিনি সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন। বর্তমান যুগের মক্তব নামক প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানেরই প্রতিনিধিত্বকারী বিদ্যানিকেতন ।

মক্তব আরবি শব্দ। এর আভিধানিক অর্থ— লেখার স্থান, বিদ্যালয়, কার্যালয়, টেবিল, শিক্ষাকেন্দ্র ইত্যাদি । হাদিসেও মক্তব শব্দটির উল্লেখ আছে। যেমন একটি হাদিসে বলা হয়েছে-

كَانَ سَعْدٌ يُعْلِمُ بَنِيهِ هُؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمَكْتَبُ الْغِلْمَانَ.

অর্থ : হযরত সা'দ (রা) তাঁর সন্তানদেরকে এ দোয়াগুলো শিক্ষা দিতেন যেমন মক্তবে ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় (সুনানে নাসাঈ)। এ হাদিসে মক্তব (৩) শব্দটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থে ব্যবহৃত হয়েছে। রাসুল (স) মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সেখানে মসজিদে নববির বারান্দায় সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয়ের শিক্ষা দিতেন। এ শিক্ষা সবার জন্য উন্মুক্ত ছিল। শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষ এখানে শিক্ষা গ্রহণ করতো। হযরত আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.), আলি (রা.), আবু হোরায়রা ও আবুজর গিফারী (রা.) এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। শরিয়তের পরিভাষায়, মক্তব বলা হয় সেই প্রতিষ্ঠানকে যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞানদান করা হয়। সাধারণত মসজিদের বারান্দায়, মাদরাসার সাথে, বৈঠকখানায়, বাড়ির আঙিনায় এ জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। মসজিদ আল্লাহর ইবাদতের স্থান আর মক্তব হলো ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি শেখার স্থান ।
মক্তবে কুরআন তিলাওয়াত, মাসনুন দোয়া, ওজু, গোসল, তায়াম্মুম ইত্যাদির নিয়ম-কানুন, আদব-কায়দা, ইবাদত-বন্দেগির প্রাথমিক ধারণা, ছোট ছোট হাদিস ইত্যাদি শিক্ষা দেওয়া হয় ।

একক কাজ: মক্তবের পরিচয় সম্পর্কে ৫টি বাক্য লেখো।

জেনে রাখো:

মুসলমানদের প্রথম শিক্ষালয় হলো দারুল আরকাম। মহানবি হযরত মুহাম্মদ (স) মক্কার সাফা পাহাড়ের পাদদেশে সাহাবি হযরত আরকাম (রা)-এর বাড়িতে এটি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। সেখানে তিনি সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন।​