- হোম
- একাডেমি
- সাধারণ
- অনার্স
- আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
রাষ্ট্রচিন্তার সমস্যা কি কি?
ভূমিকা: রাষ্ট্রচিন্তার বিষয়বস্তুর মধ্যে রয়েছে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্য এবং রাষ্ট্র ও ধর্মের মধ্যে সম্পর্ক। এসব সম্পর্কে ব্যাপক ও বিশদ আলোচনায় দেখা যায় যে, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে অনেক মতভেদ এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারার কারণে সমস্যাগুলো হর-হামেশাই আমাদের দৃষ্টিকে আকর্ষণ করছে।
রাষ্ট্রচিন্তার সমস্যা: এছাড়াও নিম্নে রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য সমস্যাবলি সম্পর্কে আলোচনা করা হলো-
১. মতামতের বিভিন্নতা রাষ্ট্রচিন্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রচিন্তার কোনো একটি বিশেষ বিষয়ে রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে মতদ্বৈততা। বলা বাহুল্য যে, রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।
২. সঠিক সিদ্ধান্তের অনুপস্থিতি আজ পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন মৌলিক প্রশ্নের, যেমন- সার্বভৌমত্ব, রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য প্রভৃতি প্রশ্নের সমাধান দিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন এবং তাঁরা স্ব-স্ব মতামতের পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন যুক্তিও দেখিয়েছেন। ফলে কোন মতটি যে সঠিক সে সিদ্ধান্তেই আজও উপনীত হওয়া যায়নি।
৩. চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা-চেতনা, অভ্যাস ও দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন ঘটেছে। ফলে কোনো একটি বিশেষ সময়ে কোনো একটি বিশেষ বিষয়ে কোনো কোনো চিন্তাবিদের দেওয়া ধারণা সঠিক বলে মনে হলেও কালের প্রেক্ষিতে মতামতটি তার স্বীয় গুরুত্ব হারিয়ে ফেলছে। সুতরাং, এটিও রাষ্ট্রচিন্তার একটি বড় সমস্যা।
৪. বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার প্রসার বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার প্রসারের ফলে আধুনিক জাতীয় রাষ্ট্রের ধারণার পরিবর্তন হচ্ছে এবং ক্রমান্বয়ে জাতি ভিত্তিক রাষ্ট্র আজ বিলীন হওয়ার পথে। ফলে এতদসংক্রান্ত যেসব প্রশ্ন; যেমন- জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ প্রভৃতি সমস্যাসমূহের সমাধান সম্পর্কেও নতুন করে ভাবতে হচ্ছে। সুতরাং, আমরা বুঝতে পারছি যে, এটিও রাষ্ট্রচিন্তার একটি সমস্যা।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার প্রসার, উন্নয়নের রাজনীতি এবং বিশ্বায়ন ধারণার প্রসারের সঙ্গে সঙ্গে রাষ্ট্রচিন্তার সমস্যা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ