• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অনার্স
  • আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?

ভূমিকা: বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রীয় বা রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে রাজনৈতিক মতবাদ বা রাষ্ট্রবিজ্ঞান আর দার্শনিকের দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র সংক্রান্ত আলোচনা হচ্ছে সমকালীন রাষ্ট্রদর্শন। বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক মানবসমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে যে দার্শনিক মতবাদ দিয়েছেন তাকে সমকালীন রাষ্ট্রদর্শন বলে। তাত্ত্বিকভাবে রাষ্ট্রের দার্শনিক মূল্যাবোধ ধারণই হচ্ছে সমকালীন রাষ্ট্রদর্শন। সমকালীন রাষ্ট্রদর্শন আদর্শনিষ্ঠ। কেননা রাষ্ট্রদর্শনে কোনো এক আদর্শ যা মানদণ্ডের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রব্যবস্থার, মানুষের রাজনৈতিক জীবনের মূল্যায়ন করা হয়।

সমকালীন রাষ্ট্রদর্শনের সংজ্ঞা: সমকালীন রাষ্ট্রদর্শন বলতে আমরা রাষ্ট্র, রাষ্ট্রের প্রকৃতি, পরিধি ও কার্যাবলি এবং মানবজাতির উন্নয়ন ও প্রগতি সম্পর্কিত মতবাদকে বুঝি। সামগ্রিকভাবে রাষ্ট্র সম্পর্কিত দার্শনিক চিন্তাভাবনাই হলো সমকালীন রাষ্ট্রদর্শন।

প্রামাণ্য সংজ্ঞা:

অধ্যাপক হেরম্যান হেলার-এর মতে, "সমকালীন রাষ্ট্রদর্শন রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলো নিয়ে আলোচনা করে।"

অধ্যাপক আর্নেস্ট বার্কার বলেন, "রাষ্ট্রীয় মতবাদ বিভিন্ন চিন্তাবিদদের চিন্তাবেদনা ও গবেষণার ফলস্বরূপ, অনেকাংশেই এটা তাদের সমসাময়িক কালের বাস্তব ঘটনাবলি থেকে দূরে থাকে। কিন্তু সমকালীন রাষ্ট্রদর্শন একটি যুগের বাস্তব ঘটনাবলির স্থায়ী দর্শন।"

ভি.ডি. মহাজন-এর মতে, "সমকালীন রাষ্ট্রদর্শন এমন একটি যৌক্তিক বিশ্লেষণ যা রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক কার্যাবলি বা সমালোচক ও ব্যাখ্যাদানকারী কর্তৃক প্রকাশিত হয়।"
অধ্যাপক ওয়েপারের মতে, "সমকালীন রাষ্ট্রদর্শন বলতে বুঝায় সেই দর্শন যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করে।"

তাঁর মতে, "সামাজিক প্রাণী হিসেবে মানুষের আচরণের নৈতিক দিকগুলো এর আলোচ্য বিষয়। কারণ নাগরিকদের নৈতিকতাবোধ ও সামাজিক মূল্যবোধ সরকারের প্রকৃতি ও উদ্দেশ্যকে অনেকখানি নিয়ন্ত্রণ করে।"

অধ্যাপক ফিলিপ ভোয়েল বলেন, "সমকালীন রাষ্ট্রদর্শনের বিষয়বস্তু প্রধানতম তিনটি ক্ষেত্রে উল্লেখযোগ্য। যেমন- মানব প্রকৃতি ও তার কার্যকলাপ, জীবনের সমগ্র অনুভূতির জন্য পৃথিবীর অপরাপর বিষয়ের সাথে মানুষের সম্পর্ক এবং সমাজের পারস্পরিক সম্পর্ক।"

উসংহার: পরিশেষে বলা যায় যে, সমকালীন রাষ্ট্রদর্শন হলো রাষ্ট্র সম্পর্কে দার্শনিক চিন্তা, রাষ্ট্রের প্রকৃতি, কার্যাবলি, মূল্য, রাষ্ট্রীয় অভিজ্ঞতার সত্যতা, জীবন ও জগতের পরম সার্থকতা হিসেবে রাষ্ট্রীয় অভিজ্ঞতার যথার্থতা সম্পর্কে দার্শনিক অনুসন্ধান লাভের প্রচেষ্টাকে বুঝায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ