• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অনার্স
  • আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

প্রলেতারিয়েত একনায়কত্ব কি?

ভূমিকা : মার্কসবাদের অগ্রগতি সাধনে যে কয়েকজন দার্শনিকের অবদান গুরুত্বপূর্ণ তাদের মধ্যে নিঃসন্দেহে লেনিন অন্যতম। আজীবন মতাদর্শ বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রাম করেছেন ভভ্লাদিমির ইলিচ লেনিন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জনক এবং রুশ বিপ্লবের মহানায়ক লেনিন একাধারে তাত্ত্বিক এবং বৈপ্লবিক সংগঠন ছিলেন। লেনিন মার্কসীয় তত্ত্বের মৌলিক সূত্রের উপর ভিত্তি করে নতুন ঐতিহাসিক প্রেক্ষাপটে মার্কসবাদ বিশ্লেষণ করেন এবং এই বিশ্লেষণের মাধ্যমে মার্কসের দুর্বলতাগুলো চিহ্নিত করেন এবং মার্কসীয় ঐতিহ্যের কতকগুলো দিবা সংযোজন করেন। এর ফলে মার্কসবাদ নবরূপে বিকশিত হয় এবং পরিণত বিজ্ঞানে রূপ লাভ করে।

প্রলেতারিয়েত একনায়কত্ব : মুখ্যত যে দুটি লক্ষ্য সামনে রেখে লেনিন তাঁর "State and Revolution" গ্রন্থ রচনা করেন তারমধ্যে একটি হচ্ছে প্রলেতারিয়েত একনায়কত্বকে প্রলেতারিয়েত বিপ্লবের হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং বিপ্লবোত্তর কালের নবতর শাসন ও উৎপাদন ব্যবস্থার প্রলেতারিয়েত একনায়কত্বে অন্তর্বর্তীকালীন রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। কার্ল মার্কস "শাসক শ্রেণি হিসেবে সংঘটিত প্রলেতারিয়েত" বলে যে কথা বোঝাতে চেয়েছেন লেনিনের বিশ্বাস, ধনতান্ত্রিক ব্যবস্থায় আমরা যে রাষ্ট্রকে দেখতে পাই তা শোষিত শ্রেণিসমূহের স্বার্থের বিনিময়ে শোষক শ্রেণির স্বার্থকে কায়েম করার একটি অস্ত্র ভিন্ন আর কিছুই নয়। এরূপ রাষ্ট্রের মাধ্যমে শোষিত শ্রেণিসমূহের স্বার্থ কোনোদিনই রক্ষিত হতে পারে না। প্রলেতারিয়েত বিপ্লবের প্রধান লক্ষ্যই হচ্ছে শোষক শ্রেণির উচ্ছেদ সাধন করা এবং ধনতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করে তার জায়গার সাম্যবাদের চূড়ান্ত আদর্শ অর্জিত না হওয়া পর্যন্ত প্রলেতারিয়েত স্বার্থের উপযোগী নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মার্কসবাদ বিকাশে যে কয়জন দার্শনিক অবদান রেখেছেন লেনিন তাঁর মধ্যে অন্যতম। লেনিন মার্কসের বিভিন্ন তত্ত্বকে পরিবর্তন ও পরিবর্ধনের মাধ্যমে মার্কসবাদ বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেনিন মার্কসের বিভিন্ন তত্ত্বের সাথে একমত পোষণ করেছেন এবং মার্কসবাদকে সংশোধনবাদীদের হাত থেকে রক্ষা করেছেন। তাই মার্কসবাদে লেনিনের অবদানকে অস্বীকার করা যায় না।

সম্পর্কিত প্রশ্ন সমূহ