• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

বিদেশি বন্ধুদের প্রতি সম্মাননা Honour of the Foreign Personalities

একাত্তরের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অসামান্য অবদানের কৃতজ্ঞতাস্বরূপ সম্প্রতি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানায়। এই সম্মাননা প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথা: ১। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা ২। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ও ৩। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। প্রথমটি দেওয়া হয়েছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। ইন্দিরা গান্ধীর পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার পুত্রবধূ ও ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। আর এ সম্মাননা তুলে দেন বাংলাদেশের পক্ষে প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিলুর রহমান। অন্য দুটি দেওয়া হয়' বিভিন্ন দেশ, বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে।

সম্মাননা প্রাপ্ত দেশগুলো হলো- ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সাবেক যুগোশ্লাভিয়া, ইতালি, জাপান, নেপাল, কিউবা, আর্জেন্টিনা, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

সম্মাননা প্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে ভারতের সিদ্ধার্থ শংকর রায়, বিচারপতি স'দাত আবুল মাসুদ, মহারানী বিভা কুমারী দেবী, সমর সেন, পণ্ডিত রবিশংকর, ওস্তাদ আলী আকবর খাঁন, অভিনেতা সুনীল দত্ত, অন্নদাশংকর রায়, ভুপেন হাজারিকা, লে. জেনারেল জগজিৎ সিং অরোরা প্রমুখ। রাশিয়ার নিকোলাই পদগোর্নি, আন্দে গোমিকো, ইয়াকভ মালিক, অধ্যাপক ভ্লাদিমির স্ট্যানিস, লিওনিদ বেজনেভ প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের রিচার্ড টেইলর, সিনেটর এডওয়ার্ড কেনেডি, রবার্ট ডফম্যান প্রমুখ। গ্রেট ব্রিটেনের অ্যাডওয়ার্থ হীথ, হ্যারল্ড উইলসন, পিটর ডেভিড শোর, মাইকেল বার্নস, সায়মন ড্রিংক, গায়ক জর্জ হ্যারিসন প্রমুখ ব্যক্তিবর্গকে উক্ত সম্মাননায় ভূষিত করা হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ