• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

দিবা-রাত্রি সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা কর।

পৃথিবীর আহ্নিক গতির ফলে দিনরাত্রি সংঘটিত হয়। সূর্যের আলোতে পৃথিবী স্নালোকিত হয়। আবর্তন গতির জন্য পৃথিবীর যেদিক সূর্যের সামনে আসে, সেদিক সূর্যের আলোতে আলোকিত হয়। তখন এ আলোকিত স্থানসমূহে দিন বিপরীত দিকে রাত হয়। পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকারে আর অন্ধকারের দিকটি সূর্যের দিকে বা আলোকে চলে আসে। ফলে দিনরাত্রি পাল্টে যায়। এভাবে পর্যায়ক্রমে দিনরাত্রি সংঘটিত হতে থাকে।