• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

নিরক্ষরেখায় পৃথিবীর ঘূর্ণায়ন বেগ সবচেয়ে বেশি কেন? ব্যাখ্যা কর।

পৃথিবীয় পরিধির তারতম্যের কারণে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি। পৃথিবী এক এক অঞ্চলের পরিধি এক এক রকম। পৃথিবীর উপর বিভিন্ন বলের প্রভাবে পৃথিবী আবর্তিত হয়। তবে পৃথিবীর পৃষ্ঠের পরিধি সর্বত্র সমান নয় বলে এর পৃষ্ঠের সকল স্থানের আবর্তনের বেগও সমান নয়। নিরক্ষরেখা বা বিষুবরেখার পরিধি বৃহত্তম বলে এ। রেখায় পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক।