- হোম
- স্কুল ১-১২
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
কোন গতির কারণে দিনরাত ঘটে? ব্যাখ্যা কর।
আহ্নিক গতির ফলে দিনরাত্রি সংঘটিত হয়। পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এ আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। পৃথিবী গোল এবং এর নিজের কোনো আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। আবর্তন গতির জন্য পৃথিবীর যেদিক সূর্যের সামনে আসে, সেদিক সূর্যের আলোতে আলোকিত হয়, সে আলোকিত স্থানসমূহে দিন। আলোকিত স্থানের উল্টা দিকে অর্থাৎ পৃথিবীর যে দিকটা সূর্যের বিপরীত দিকে, সেখানে সূর্যের আলো পৌঁছায় না, সে দিকটা অন্ধকার থাকে। এসব অন্ধকার স্থানে তখন রাত্রি হয়। পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকারে আর অন্ধকারের দিকটি সূর্যের দিকে বা আলোতে চলে আসে। এভাবে পর্যায়ক্রমে দিনরাত্রি সংঘটিত হতে থাকে।