• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

১৫ জানুয়ারি উত্তর গোলার্ধে শীতকাল হাওয়ার কারণ ব্যাখ্যা কর।

২২ ডিসেম্বর সূর্য মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। এ সময় উত্তর গোলার্ধে দিন ছোট ও রাত বড় হওয়ায় শীতকাল বিরাজ করে। ২২ ডিসেম্বরের দেড় মাস পূর্ব থেকেই উত্তর গোলার্ধে শীতকাল শুরু হয় এবং পরের দেড় মাস পর্যন্ত বিরাজ করে। ২২ ডিসেম্বরের পরবর্তী দেড় মাসের মধ্যস্থিত তারিখ ১৫ জানুয়ারি তাই উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে।