- হোম
- স্কুল ১-১২
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
সময় নির্ণয়ে দ্রাঘিমা রেখা কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
একটি স্থানের সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয়েছে, তাকে দ্রাঘিমারেখা বলে। একই দ্রাঘিমায় অবস্থিত সকল দেশের স্থানীয় সময় একই। কারণ এদের সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সময়ে হয়। যেমন- কোনো একটি স্থানে বেলা ১২টা বাজে সেই স্থান থেকে ১০ পূর্বে দ্রাঘিমার পার্থক্য হবে ৪ মিনিট। অর্থাৎ ১০ পূর্বে তখন স্থানীয় সময় হবে ১২টা ৪ মিনিট ১২টা ৪ মিনিট। এভাবে দ্রাঘিমার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়।