• হোম
  • স্কুল ১-১২
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

রাত ও দিন ছোট বড় হয় কেন? ব্যাখ্যা কর।

বার্ষিক গতির কারণে রাত ও দিন ছোট বড় হয়। আহ্নিক গতি কারণে পৃথিবীর ঘূর্ণায়মান। পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের নিকট অবস্থান করে তখন সেই গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়।' তার বিপরীত গোলার্ধে রাত বড়, দিন ছোট হয়।