- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
হযরত মুহাম্মাদ (সা.)-এর বিবাহ
হিলফ-উল-ফুজুলের মাধ্যমে মানব কল্যাণকামী হযরত মুহাম্মাদ (সা.)-এর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি নিজেকে এ সংঘের মাধ্যমে আত্মপ্রকাশ করার সুবর্ণ সুযোগ লাভ করলেন। সকলের কাছে তাঁর সরলতা, সততা, সত্যবাদিতা, বিশ্বস্ততা ও চারিত্রিক গুণাবলির কথা আলোচিত ও প্রশংসিত হতে লাগল। এ সুনাম কুরাইশ বংশের এক বিধবা নারী বিবি খাদিজার কাছেও পৌঁছল। বিবি খাদিজা বিপুল ধন-সম্পদের মালিক ছিলেন। অপরদিকে রূপে, গুণে ও বংশের মর্যাদায় তিনি হিজাজের মধ্যে অদ্বিতীয়া ছিলেন। চরিত্রের পবিত্রতা ও স্বাভাবিক শুদ্ধাচারের জন্যে বিবি খাদিজা আরব দেশে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। এজন্য মক্কাবাসীরা তাকে 'খাদিজাতুত তাহিরা' বা নিষ্কলঙ্ক খাদিজা নামে অভিহিত করেছিল।
বিবি খাদিজা হযরত মুহাম্মাদ (সা.) কে প্রথমে তাঁর ব্যবসা-বাণিজ্যের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন এবং ক্রমশ তাঁর চরিত্র মাধুর্য, সত্যবাদিতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তাঁর প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তিনি তাঁকে বিয়ে করার প্রস্তাব দেন। আবু তালিবের অনুমতি নিয়ে হযরত মুহাম্মাদ (সা.) খাদিজাকে স্ত্রী হিসেবে বরণ করেন। তখন তাঁর বয়স ছিল ২৫ বছর এবং বিবি খাদিজার বয়স ছিল ৪০ বছর। হযরত মুহাম্মাদ (সা) দীর্ঘ ২৫ বছর কাল বিবি খাদিজার সাথে সংসার ধর্ম পালন করেন এবং খাদিজার জীবদ্দশায় তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নি।
খাদিজার গর্ভে হযরতের তিন পুত্র হযরত কাসেম, আবদুল্লাহ তৈয়ব ও তাহের এবং চার কন্যা হযরত ফাতেমা, রোকাইয়া, কুলসুম এবং যয়নাবের জন্ম হয়েছিল। তিন পুত্র শৈশবেই মারা যান কিন্তু কন্যাগণ জীবিত ছিলেন। রোকাইয়া এবং কুলসুমের সাথে হযরত উসমান (রা)-এর বিবাহ হয় সেজন্য হযরত উসমানকে ফুননুরাইন ) ذو التَّوْرَيْنِ( বা দুর অধিকারী বলা হয়। সর্ব কনিষ্ঠা মেয়ে হযরত ফাতিমা (রা.) সাথে হযরত আলী (রা)-এর বিবাহ হয়। আবু তালিবের অসচ্ছলতার জন্যে হযরত আলী মুহাম্মাদ (সা.) এর গৃহে লালিত-পালিত হন।
বিবি খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় হযরত মুহাম্মাদ (সা.) জীবনধারণের সংগ্রামে অবতীর্ণ হন নি। স্ত্রী বিত্তশালী হওয়ায় ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণে, স্থির চিত্তে, সূক্ষ্মভাবে চিন্তার অবকাশ ও সুযোগ ঘটে। হযরতের নবুয়তের বিকাশ ও সার্থকতার জন্য বিবি খাদিজার সহযোগিতার প্রয়োজন ছিল।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
