- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
আকাবার তৃতীয় শপথ
নবুয়তের দ্বাদশ বছর আকাবার দ্বিতীয় শপথের পর সকলে মদিনার ফিরে আসেন। সেখানে হযরত মুসআব (রা) ইমামতি করতেন। সে বছর হযরত মুসআব (রা) ও হযরত ওয়াইমের (রা) এর হাতে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তাঁদের মধ্যে উসায়েদ ইবনে হোযায়ের এবং হযরত সাদ ইবনে খাইসাম (রা) ছিলেন। এ দুব্যক্তির ইসলাম গ্রহণের ফলে অউস গোত্রের সকল নর-নারী মুসলমান হয়ে যান। এভাবে মদিনায় দ্রুতগতিতে ইসলাম প্রসার লাভ করতে থাকে। ঐ বছর মদিনায় রাসুলুল্লাহর সুখ্যাতি ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করে। তাঁদের মধ্যে থেকে ৭৩ জন নারী পুরুষ একসাথে হযরত হযরত মুহাম্মাদ (সা.) এর সাথে আকাবা নামক স্থানে শপথ গ্রহণ করেন। তাঁরা প্রতিজ্ঞা করেন যে, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবেন না। তাঁরা ইসলামের আদর্শ ও রীতি মেনে চলবেন ও তা রক্ষার জন্যে আপ্রাণ চেষ্টা করবেন। হযরতকে সর্বপ্রকার সাহায্য করতে দ্বিধা করবেন না। সেই রাতে কঠিন শপথের পর হযরত মুহাম্মাদ (সা.) ইসলাম প্রচার ও দ্বীনি তালিমের জন্যে তাঁদের মধ্য হতে বারোজন নকীব বা প্রচারক নিযুক্ত করেন। ইসলামের ইতিহাসে এটি আকাবার তৃতীয় শপথ নামে খ্যাত।
আকাবার শপথের মূল বিষয়: হযরতের নিকট আকাবা নামক স্থানে মদিনাবাসীগণ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে যে প্রতিজ্ঞা করেন তা নিম্নে উদ্ধৃত হলোঃ-
১. আমরা এক আল্লাহর এবাদত-বন্দেগী করব, তাঁকে ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুকে ইলাহ বলে স্বীকার করব না এবং কাউকেও আল্লাহর সাথে শরিক করব না।
২. আমরা চুরি, ডাকাতি বা অন্য কোনো প্রকারের অন্যায় কাজে লিপ্ত হব না।
৩. আমরা ব্যভিচারে লিপ্ত হব না।
৪. আমরা কোনো অবস্থায় সন্তান হত্যা বা বলিদান করব না।
৫. আমরা কারো প্রতি মিথ্যা দোষারোপ করব না।
৬. আমরা প্রত্যেক সৎকর্মে হযরতের অনুগত থাকব, কোনো ন্যায় বিচারে অবাধ্য হবো না।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
