- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
হযরত মুহাম্মাদ (সা.) কে হত্যার ষড়যন্ত্র
মক্কার কুরাইশগণ যখন জানতে পারল যে, হযরত মুহাম্মাদ (সা.) আকাব্যয়ে মদিনাবাসীদের সাথে গোপনীয়তার সাথে শপথ নিয়েছেন এবং তাঁদেরকে মদিনায় ফিরে গিয়ে ধর্ম প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন। কুরাইশদের শত অত্যাচার, নির্যাতন ও প্রলোভন সত্ত্বেও যখন তাঁরা হযরতকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে পারে নি তদুপরি হযরত মুহাম্মাদ (সা) ইয়াসরিববাসীদের আমন্ত্রণে সেখানে চলে যাবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ইয়াসরিবকে নিরাপদ আশ্রয় স্থল হিসেবে চিহ্নিত করেছেন তখন তারা অকে হত্যা করার মনস্থ করে। এদিকে মুসলমানদের উপর অত্যাচার শুরু হলে তাঁরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ইয়াসরিবের দিকে যেতে থাকেন।
আবিসিনিয়া হতে প্রত্যাগত ২০০ জন মুসলমানকেও তিনি ইয়াসরিবে আশ্রয় গ্রহণ করতে বলেন। শুধু হযরত আবু বকর (রা.) ও হযরত আলী (রা.) রাসুলুল্লাহ (সা.) এর সাথে মক্কায় অবস্থান করতে লাগলেন। হিংস্র কাফেররা আবু জাহলের নেতৃত্বে স্থির করে যে, প্রত্যেক গোত্র থেকে এক এক জন যুবক নিয়ে হত্যাকারী দল গঠন করবে। তারা একত্রে তরবারির আঘাতে হযরতকে হত্যা করবে।
কুরাইশরা তাঁর গৃহ অবরোধ করলে আল্লাহর প্রত্যাদেশে হযরত মুহাম্মাদ (সা) আলী (রা.) কে স্বীয় বিছানায় শায়িত করে হবরত আবু বকর (রা) কে সঙ্গে নিয়ে দুটি উটের পৃষ্ঠে আরোহণ করে তিনি ইয়াসরিব অভিমুখে যাত্রা করলেন। রাসুল (সা.) কে গৃহে না পেয়ে মুশরিকরা তাঁর পশ্চাদ্ধাবন করলে তিনি হযরত আবু বকর (রা) সহ পথিমধ্যে সওর নামক পর্বত গুহায় আত্মগোপন করে তিন দিন অবস্থান করেন। গুহায় অবস্থানকালে হযরত আবু বকর (রা)-এর পুত্র আবদুল্লাহ এবং কন্যা আসমা তাঁদের খাদ্য ও পানীয় সরবরাহ করতেন।
চতুর্থ দিনে তাঁরা গিরিগুহা হতে বের হয়ে ইয়াসরিবের দিকে যাত্রা শুরু করলেন। মক্কা থেকে ইয়াসরিবের দূরত্ব ২৫০ মাইল। পথে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁরা ৬২২ খ্রিষ্টাব্দের ২৪ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) তারিখে মদিনার নিকটবর্তী কুবা নামক স্থানে এসে পৌঁছান। হযরত আলী (রা.) পরে তাঁদের সাথে যোগ দেন। ইয়াসরিবে আগমন করে তিনি এর নাম পরিবর্তন করে মদিনাতুন্নবী বা নবির শহর রাখেন এবং এখানে একটি মসজিদ নির্মাণ করেন।
মক্কা হতে মদিনার মহানবী (সা.) এর এ সুপরিকল্পিত প্রস্থানকে ইতিহাসে হিজরত বলা হয়। মক্কা হতে মদিনার আগমন ইসলামের ইতিহাসে একটি নব অধ্যায়ের সূচনা হয়। রাসুল (সা.) এর এই হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৭ বছর পর হযরত উমর (রা) চন্দ্র বছরের প্রথম মাস মহররম এর প্রথম দিন (১৬ই জুলাই) হতে হিজরি সালের প্রবর্তন করেন। নিঃসন্দেহে ইসলামের ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় ঘটনা।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
