- হোম
- একাডেমি
- মাদরাসা
- নবম-দশম শ্রেণি
- প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রকাশ্যে ইসলাম প্রচার
তিন বছর গোপনে ইসলাম প্রচার করার পর হযরত মুহাম্মাদ (সা) প্রকাশ্যে ৬১৩ খ্রিষ্টাব্দে ইসলাম প্রচার শুরু করেন। তাঁর ওপর আদেশ হয়- 'আপনাকে যে বিষয়ে আদেশ প্রদান করা হয়েছে তা স্পষ্টভাবে জনগণকে শুনিয়ে দিন। আর এ ব্যাপারে মুশরিকদের পরোয়া করবেন না।' এ নির্দেশ গেয়ে হযরত মুহাম্মাদ (সা) মক্কায় অদূরবর্তী ছাফা পর্বতে আরোহণ করেন এবং সকল গোত্রের সর্দারদের উদ্দেশ্যে বলেন: 'হে কুরাইশগণ, আজ যদি আমি বলি এই ছাফা পর্বতের পশ্চাতে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার অপেক্ষায় রয়েছে, তবে কি তোমরা সে কথা বিশ্বাস করবে? সকলেই জবাব দিল নিশ্চয়ই বিশ্বাস করব। কারণ এ পর্যন্ত তুমি কখনও আমাদের সাথে মিথ্যা কথা বলনি। এরপর তিনি বললেন 'আমি একথা বলি যে, তোমরা যদি ইসলাম গ্রহণ না কর, তবে তোমাদের উপর কঠিন শাস্তি আরোপিত হবে। এ কথা শুনে ভাঁর পিতৃব্য আবু লাহাবসহ সকলেই ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল।
প্রকাশ্যে প্রচারণার ফলে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে কিন্তু মক্কার কুরাইশগণ তীব্র বিরোধিতা শুরু করে এবং তাঁর ওপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালাতে শুরু করে। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহল প্রভৃতি নেতৃস্থানীয় ব্যক্তিগণ তার বিরোধিতা করতে থাকে। কুরাইশরা হযরতকে ঠাট্টা-বিদ্রপ, উপহাস শুরু করে। তাঁকে তারা ধর্মদ্রোহী পাগল আখ্যা দেয়। পাথর ছুঁড়ে আঘাত ও আর্বজনা ফেলে অপমান ও লাঞ্ছিত করে। বিন্তু তিনি ও তাঁর অনুসারী মুসলমানগণ তাদের বিশ্বাসে অটল এবং অনড় থাকেন। প্রলোভন, অত্যাচার এবং নির্যাতনে কোনো ফল না পাওয়ায় তারা মুসলমানদের ওপর উৎপীড়ন ও নির্যাতন বৃদ্ধি করে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
