• হোম
  • একাডেমি
  • মাদরাসা
  • নবম-দশম শ্রেণি
  • প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন
প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রাক-ইসলামি পটভূমি ও রাসুল (স.) এর মক্কা জীবন

হযরত মুহাম্মাদ (সা.) এর মিরাজ শরীফ গমন

হযরত মুহাম্মাদ (সা.) এর সংগ্রামী জীবনের সবচেয়ে বিস্ময়কর, তাৎপর্যপূর্ণ ও আলৌকিক ঘটনা হল মি'রাজ। এ প্রসঙ্গে আমীর আলী বলেন, মহানবি (সা) তাঁর প্রিয়তমা জীবন সঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা (রা) ও পিতৃব্য আবু তালিবকে হারিয়ে যখন শোকে মোহ্যমান হয়ে পড়লেন, তখন আল্লাহ তায়ালা মহানবি (সা.)-এর হৃদয়ের সুপ্ত বেদনাগুলো প্রশমিত করার জন্য ৬২০ খ্রিষ্টাব্দে নবুয়তের দশম বছরে রজব মাসের ২০ তারিখে সোমবার নবি (সা) কে নিজের একান্ত সান্নিধ্যে নিয়ে যান।

সোমবার দিবাগত রাতে রাসুল (সা) জমজম ও মাকামে ইবরাহীমের মাঝখানে ঘুমিয়ে ছিলেন, জাগ্রত হয়ে দেখেন জিবরাইল (আ) কর্তৃক আনিত বোরাকে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গমন করেন। সেখানে গিয়ে রাসুল (সা) ওযু করে নেন এবং সকল নবি ও রাসুলদেরকে সাথে নিয়ে নিজ ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করলেন। তারপর রাসুল (সা) বোরাকে চড়ে জিবরাইল (আ) এর সাথে ঊর্ধ্বাকাশে গমন করে একেক করে প্রত্যেক আকাশে প্রত্যেক পয়গম্বরের সাথে কথোপকথন শেষ করে সিদরাতুল মুনতাহার গিয়ে পৌঁছলেন।

তখন জিবরাইল (আ) রাসুল (সা) কে প্রার্থনার সুরে বললেন, ইয়া রাসুলুল্লাহ (সা), আমি আর এক বিন্দু সামনে অগ্রসর হতে পারব না। কেননা অগ্রসর হলে আল্লাহর নূরের তাজাল্লীতে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তখন রাসুল (সা) জিবরাইল (আ) ও বোরাক ত্যাগ করলেন। তৎক্ষণাৎ আল্লাহর তায়ালার পক্ষ হতে রফরফ নামক বোরাক এসে রাসুল (সা) কে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন। তখন রাসুল (সা) এবং আল্লাহ তায়ালার মধ্যে সালাম ও কুশলাদি বিনিময় শেষে আল্লাহতায়ালা তাঁর হাবীবকে জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করান। সর্বশেষ উম্মাতে মুহাম্মদীর জন্য ৫ ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে রাসুল (সা) পুনরায় ফিরে আসেন।

হযরতের এই ভ্রমণে মাত্র রাতের কিয়দাংশ সময় ব্যয় হয়েছিল। এতে প্রমাণিত হয় রাসুল (সা.) এর মি'রাজ স্বশরীরে হয়েছিল। আর এ ঘটনাটি শোনামাত্র সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন হযরত আবু বকর (রা)। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এরূপ অভিনব ঘটনা আর দ্বিতীয়টি কখনো হয়নি, হবেও না। ফলে মি'রাজের মাধ্যমে মানব জাতির হিদায়াতের জন্য এক অপূর্ব বৈপ্লবিক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ