- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- শিল্প বিপ্লব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শিল্প বিপ্লব
জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)
জন কে (John Kay 1704-1779) (১৭০৪-১৭৭৯ খ্রিষ্টাব্দ)
অষ্টাদশ শতকে যে আবিষ্কারসমূহ শিল্পজগতে অভূতপূর্ব পরিবর্তন সাধন করে তার মধ্যে উল্লেখযোগ্য Flying Shuttle বা কলের মাকু, যার আবিষ্কারক জন কে। তিনি ১৭০৪ খ্রিষ্টাব্দে ১৭ই জুন ইংল্যান্ডের ল্যাংকাশায়ারে জন্মগ্রহণ করেন। শিক্ষানবিস আবিষ্কারক হিসেবে তিনি হস্তচালিত তাঁতযন্ত্রে নলখাগড়ার পরিবর্তে ধাতুর ব্যবহার শুরু করেন, যা ইংল্যান্ডে বেশ জনপ্রিয়তা পায়। তিনি ১৭৩০ খ্রিষ্টাব্দে মিহি কাপড়ের জন্য সুতা জড়ানোর যন্ত্র আবিষ্কার করেন। তার আবিষ্কারসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো Flying Shuttle আবিষ্কার, যদিও তিনি নিজে এ আবিষ্কারকে বলতেন Wheeled Shuttle তার এ আবিষ্কারের ফলে বুনন যন্ত্রে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়। তার জীবদ্দশায় তিনি অনেকগুলো আবিষ্কার করলেও পেটেন্ট পেতে ব্যর্থ হন। বিরোধীদের অপপ্রচার ও সরকারের সাথে সুসম্পর্ক না থাকায় তিনি আর্থিক কষ্টে জীবন অতিবাহিত করেন। তিনি আরও বেশি আবিষ্কার করতে সরকারের সমর্থনে ফ্রান্সেও যান। ধারণা করা হয়, ১৭৭৯ খ্রিষ্টাব্দে তিনি মারা যান। মৃত্যু-পরবর্তী সময়ে তিনি ব্রিটিশদের কাছে জনপ্রিয় হন।'
সম্পর্কিত প্রশ্ন সমূহ

