• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

শিল্প বিপ্লব

টিউডর যুগের (১৪৮৫-১৬০৩) অবস্থা

ফিউডাল সামন্তগণের পরস্পর আত্মঘাতী গৃহযুদ্ধের (গোলাপের যুদ্ধ) ফলে সামন্ত শক্তির পতন হয়। শক্তিশালী রাজশক্তির অভ্যুদয়ের পথ সুগম হয়। রেনেসাঁর প্রভাবে স্বাধীন মানসিকতার জনতা সামন্তশক্তিকে উপেক্ষা করে রাজশক্তিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা নেয়। রেনেসাঁ মানুষকে মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে মুক্তির সন্ধান দেয়। টিউডর যুগের প্রথম দিকেই মানুষের জীবনবোধে পরিবর্তন আসে। রাজশক্তির দৈব ক্ষমতার স্থলে জনমতের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।

ভৌগোলিক আবিষ্কারের ফলে বাণিজ্য ও উপনিবেশ বিস্তারের পথ সুগম হয়। ইংল্যান্ডের নৌশক্তির শ্রেষ্ঠত্ব টিউডর যুগেই রচিত হয়। জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হওয়ায় জাতীয় স্বার্থ সুরক্ষিত হতে থাকে। সামাজিক ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলো সমাজের মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব। বিগত ফিউডাল প্রভাবিত সমাজ সামন্ত ও প্রজা- এ দুই শ্রেণিতে বিভক্ত ছিল। সামন্ত শক্তির অবলুপ্তির ফলে এবং রানি এলিজাবেথ কর্তৃক 'দরিদ্র আইন' প্রণয়নের কারণে সমাজে মধ্যবিত্ত শ্রেণির উদ্ভবের পথ সুগম হয়। রাজশক্তি মধ্যবিত্ত শ্রেণিকে প্রাধান্য দিতে শুরু করে। ফলে মধ্যবিত্তের বিকাশের পথ সুগম হওয়ায় পরবর্তী ইতিহাসে এদের নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় সমাজে ইংল্যান্ডের আধিপত্য ও মর্যাদা টিউডর যুগে যথেষ্ট বৃদ্ধি পায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ