• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • শিল্প বিপ্লব
শিল্প বিপ্লব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

শিল্প বিপ্লব

ব্রিটেনে সর্বপ্রথম শিল্পবিপ্লব সংঘটিত হওয়ার কারণ

বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কারণে ব্রিটেনে সর্বপ্রথম দ্রুত শিল্পোন্নয়ন সম্ভব হয়েছিল। শিল্পোন্নয়নের জন্য যেসব শর্ত অর্থাৎ আনুষঙ্গিক বা পার্শ্ব পরিস্থিতির দরকার, তা ব্রিটেনের ছিল।

ব্রিটেন ছাড়া, ঐ সময়ে ইউরোপে নেতৃস্থানীয় দেশ ফ্রান্স, জার্মানি, হল্যান্ড ও স্পেন উন্নত ছিল। রাজনৈতিক ক্ষেত্রে না হলেও অর্থনৈতিক ক্ষেত্রে ফ্রান্স ব্রিটেনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু ফ্রান্স অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ ছিল না। কারণ ফরাসি বিপ্লবের পর দেশের শিল্প ও বাণিজ্য শোচনীয় ক্ষয়ক্ষতি ও মারাত্মক অনিশ্চয়তার সম্মুখীন হয়। ফ্রান্সের ব্যাংক ব্যবস্থা অনুন্নত ছিল। এটি দেশে ইতস্তত বিক্ষিপ্ত সঞ্চয়কে একত্রীভূত করে বিনিয়োগ বাড়াতে ব্যর্থ হয়েছিল। অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে তখনকার সামন্তবাদ, ভূমিদাসপ্রথা এবং ব্যাংক ব্যবস্থা বাধা হিসেবে কাজ করে।

জার্মানির অবস্থাও ভালো ছিল না। জার্মানি ছিল তার চতুর্দিকে অবস্থিত কতগুলো দেশের যুদ্ধক্ষেত্র। ঐসব দেশ তাদের অস্ত্র পরীক্ষার জন্য জার্মানিকে মাঠ হিসেবে ব্যবহার করত। এতে জার্মানির প্রচুর সময় ও অর্থ অপচয় হতো। তা ছাড়া অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধনের অপ্রতুলতাও জার্মানিতে ছিল।

অন্যদের তুলনায় হল্যান্ডের অবস্থা ভালো ছিল। দেশে পর্যাপ্ত মূলধন ছিল। ব্যাংক ব্যবস্থা ছিল অগ্রগামী। হল্যান্ডের বাণিজ্য জাহাজগুলো আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনার উপযুক্ত ছিল। কিন্তু হল্যান্ড সর্বদাই উপনিবেশ দখলের দিকে নজর দেওয়ায় বৈদেশিক বাজার ও বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে পারেনি। স্পেনেও বিভিন্ন ধরনের সমসাময়িক সমস্যা ছিল। সামরিক তোড়জোড় ছাড়াও দেশটি নানাবিধ ধর্মীয় কুসংস্কার ও কোন্দলের কেন্দ্র ছিল। দেশে প্রচলিত রোমান ক্যাথলিক ধর্ম উন্নয়নের পথে অন্তরায় ছিল। ফলে স্পেনের শিল্পোন্নয়নের সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল।

উপর্যুক্ত কারণে ব্রিটেনের, সমসাময়িক দেশগুলো অর্থনৈতিক উন্নয়নে অগ্রসর হতে পারেনি। কিন্তু ব্রিটেনে স্পেন, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড ইত্যাদি দেশের তুলনায় অর্থনৈতিক উন্নয়নে অনুকূল পরিবেশ বিরাজমান থাকায় শিল্পবিপ্লব প্রথম ইংল্যান্ডে দ্রুত হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ