• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু | Scope and Subject-matter of Civics

পৌরনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। নাগরিক হিসেবে মানুষের জীবন ও কার্যাবলি যতদূর বিস্তৃত, পৌরনীতির পরিধি ও বিষয়বস্তুও ততদূর বিস্তৃত। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো:

১. নাগরিকতা বিষয়ক বিজ্ঞান: পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। সুতরাং উত্তম ও শান্তিপূর্ণ নাগরিক জীবন গঠনের জন্য পৌরনীতি নাগরিকতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করে যেমন- নাগরিক কে? নাগরিকতা কী? সুনাগরিকের গুণাবলি কী কী? নাগরিকের অধিকার ও কর্তব্য কী কী? ইত্যাদি বিষয়গুলো পৌরনীতির অন্তর্ভুক্ত।

২. মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা: মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। সময়ের বিবর্তনের ধারায় পরিবারের সম্প্রসারণ ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য বহুবিধ প্রতিষ্ঠান। পৌরনীতি মানুষের সমাজবদ্ধ জীবনের প্রাথমিক সংগঠন তথা পরিবার হতে শুরু করে সমাজ, সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবর্তন, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং পরিবার, সমাজ, রাষ্ট্র প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠানসমূহ পৌরনীতির আলোচ্য বিষয়।

৩. রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা পৌরনীতি নাগরিকের রাজনৈতিক কার্যাবলির সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। যেমন- রাজনৈতিক দল, জনমত, নির্বাচন ও নির্বাচকমণ্ডলী, সরকার, সরকারের প্রকারভেদ, সরকারের বিভিন্ন শাখা, সংবিধান, সংবিধানের প্রকারভেদ প্রভৃতি পৌরনীতির আলোচনার অন্তর্ভুক্ত।

৪. সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা পৌরনীতি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয়, যেমন-আইনের সংজ্ঞা, উৎস, প্রকৃতি, প্রয়োজনীয়তা ও নৈতিকতার সঙ্গে এর সম্পর্ক, স্বাধীনতার সংজ্ঞা, প্রকারভেদ, রক্ষাকবচ ও আইনের সঙ্গে এর সম্পর্ক, সাম্যের সংজ্ঞা, প্রকারভেদ, প্রকৃতি ও স্বাধীনতার সাথে এর সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে।

৫. নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলির সঙ্গে সম্পর্কযুক্ত স্থানীয় সংস্থা, যেমন- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদির গঠন ও কার্যারলি পৌরনীতি বিশদভাবে আলোচনা করে। নাগরিকদের জাতীয় বিষয় তথা জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও সংবিধান নিয়ে আলোচনা করে। তাছাড়া নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে। তাই পৌরনীতি জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করে।

৬. নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা অতীতে নাগরিকতার প্রকৃতি কেমন ছিল, নাগরিকদের অধিকার ও কর্তব্যের স্বরূপ ও প্রকৃতি কেমন ছিল ইত্যাদি বিষয় আলোচনার মাধ্যমে পৌরনীতি বর্তমান নাগরিকতার বিভিন্ন বিষয়ের পর্যালোচনা সাপেক্ষে ভবিষ্যৎ নাগরিক জীবনের আদর্শ ও রূপের ইঙ্গিত প্রদান করে। এ প্রসঙ্গে ই. এম. হোয়াইট বলেন, "পৌরনীতি হলো জ্ঞানের সেই শাখা, যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।"

৭. সমাজ জীবনের বিভিন্ন দিকের আলোচনা: বর্তমানে নাগরিকের জীবন ক্রমশ জটিল ও বহুমুখী হয়ে পড়েছে। নাগরিকদের জীবনের বিভিন্ন পদক্ষেপে বহু অর্থনৈতিক, সামাজিক, নৈতিকসহ নানা সমস্যার মোকাবিলা করতে হয়। তাই পৌরনীতি নাগরিকতার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত এসব বিষয়াদি নিয়েও আলোচনা করে।

৮. রাজনৈতিক ঘটনাবলির আলোচনা পৌরনীতি সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঘটনার, আলোচনা ব্যাখ্যা-বিশ্লেষণ করে থাকে। যেমন- বাংলাদেশের পৌরনীতি ও সুশাসনে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ, ব্রিটিশবিরোধী আন্দোলন, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য ও বঞ্চনা, ৬ দফা কর্মসূচি ও আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চ কালরাত্রের গণহত্যা এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি ঘটনাবলি সচরাচর আলোচনা করে থাকে।

৯. সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত আলোচনা পৌরনীতি ও সুশাসন সাংবিধানিক অগ্রগতি ও বিকাশের ধারা নিয়েও আলোচনা করে থাকে। বাংলাদেশের পৌরনীতিতে ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলের সাংবিধানিক বিকাশ ও অগ্রগতি সম্পর্কিত আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন দিক বা ধারাসমূহ, বিভিন্ন সময়ে আনীত সংবিধানের সংশোধনীসমূহ, জাতীয় সংসদের নির্বাচনসমূহের ফলাফল এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সরকার ও সরকারের মন্ত্রিসভার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করা হয়েছে।

১০. নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত বিষয়াদি আধুনিক নাগরিক জীবনের সাথে সম্পৃক্ত নানা বিষয়, যেমন- পরিবেশ, বিভিন্ন সামাজিক সমস্যা ও এর থেকে উত্তরণের উপায়, যেমন- ইভটিজিং, দুর্নীতি, সুশাসন ইত্যাদি বিষয়ও পৌরনীতির বিষয়বস্তু এর পরিধিকে সম্প্রসারিত করেছে।

পরিশেষে বলা যায় যে, পৌরনীতি একটি গতিশীল (Dynamic) সামাজিক বিজ্ঞান। সুতরাং গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। উদাহরণস্বরূপ, সুশাসন, ই-গভর্নেন্স, জনসেবা ইত্যাদি নতুন করে পৌরনীতির অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ