• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পৌরনীতি ও সুশাসন পরিচিতি

বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব | Importance of Study of Civics and Good Governance in Bangladesh

পৌরনীতি ও সুশাসন পাঠ করা বাংলাদেশের নাগরিকদের জন্য বিশেষভাবে জরুরি। বাংলাদেশে আর্থ-সামাজিক ও রাজনৈতিক সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধান করে উন্নততর নাগরিক জীবন প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা অত্যাবশ্যক। নিম্নে বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব আলোচনা করা হলো:

১. নাগরিক চেতনা বৃদ্ধি: বর্তমানে জাতীয় রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড় তেমনি জনসংখ্যাও বেশি। এসব জাতীয় রাষ্ট্রে নাগরিকদের জীবন এবং কার্যাবলি জটিল ও বহুমুখী (Complex and Multipurpose)। তাই বাংলাদেশের জনসাধারণকে দেশের জটিল ও বহুমুখী সমস্যা সমাধানের জ্ঞান অর্জনের জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজন রয়েছে।

২. নাগরিক গুণাবলির বিকাশ পৌরনীতি ও সুশাসন পাঠে সহনশীলতা, কর্তব্যনিষ্ঠা প্রভৃতি নাগরিক গুণাবলি সম্পর্কে জানা যায়। বাংলাদেশের এ নাগরিক গুণাবলি অর্জন করা বিশেষ প্রয়োজন। বাংলাদেশে গণতন্ত্রকে 'প্রাতিষ্ঠানিক' রূপদানের জন্য জনসাধারণকে অবশ্যই এ সকল নাগরিক গুণাবলিতে গুণান্বিত হতে হবে। কেবল পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে এ সকল নাগরিক গুণাবলি অর্জন করা সম্ভব। S

৩. নাগরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন: পৌরনীতি পাঠে নাগরিক দৃষ্টিভঙ্গির (Outlook) পরিবর্তন ঘটে এবং মনের সংকীর্ণতা দূরীভূত হয়। বাংলাদেশের নাগরিকদের অধিকারসমূহ ও স্বাধীন রাষ্ট্রের প্রতি তাদের কর্তব্যসমূহ কী হবে- এ সকল বিষয় জানার প্রয়োজন অত্যধিক। তাই বাংলাদেশের জনসাধারণের আদর্শ (Ideal) নাগরিক হিসেবে তৈরি হতে হলে পৌরনীতি ও সুশাসনের অনুশীলন প্রয়োজন।

৪. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে জনসাধারণকে স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। তাই অধ্যাপক লাস্কি বলেছেন, "Eternal vigilance is the price of liberty." অর্থাৎ, পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকগণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এবং দৃঢ় মনোবলে বলীয়ান হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সৈনিক হিসেবে নিজেদের প্রস্তুত রাখে।

৫. বিশেষ বিষয়ে জ্ঞান পৌরনীতি জ্ঞানের একটি বিশেষ শাখা। নাগরিকতার সাথে জড়িত সব প্রশ্ন ও এর সমাধান পৌরনীতি ও সুশাসনের আলোচনায় করা হয়। তাই বাংলাদেশের জনসাধারণকে এ বিশেষ বিষয়ে জ্ঞান আহরণ করতে হলে পৌরনীতি ও সুশাসন পাঠ করা অপরিহার্য।

৬. গণতন্ত্রের বিকাশ বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা সফল করে তোলার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। পৌরনীতি ও সুশাসন মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন ও সহনশীল করে গড়ে তুলতে সাহায্য করে।

৭. দেশপ্রেমের জাগরণ গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করাসহ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজন নাগরিকের দেশপ্রেম। দেশকে ভালোবেসে কাজ করার জাগরণ সৃষ্টিতে পৌরনীতি ও সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৮. জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। তাই জনগণের কাঙ্ক্ষিত আশা-আকাঙ্ক্ষা পূরণে পৌরনীতি ও সুশাসন পাঠ অনেকটা সহায়ক হতে পারে।

৯. সুশাসন প্রতিষ্ঠা দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য পৌরনীতি পাঠের কোনো বিকল্প নেই। পৌরনীতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে।

১০. জাতীয় সমস্যাসমূহের সমাধান আমাদের দেশে সমস্যার কোনো শেষ নেই। বিভিন্ন জাতীয় সমস্যা মোকাবিলায় পৌরনীতি ও সুশাসন প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে পারে।

১১. শহিদদের স্বপ্নের বাস্তবায়ন: ত্রিশ লাখ মানুষের জীবন, দু'লাখ মা-বোনের পবিত্র সম্ভ্রম এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। তাই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে শহিদদের স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজনীয় জ্ঞান ও গুণাবলি অর্জনে আমাদের পৌরনীতি পাঠ করা আবশ্যক।

সুতরাং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুখী-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিটি নাগরিকের জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা একান্ত আবশ্যক।

সম্পর্কিত প্রশ্ন সমূহ