- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও মানবতাবোধ | Civics and Humanism
মানবতাবোধ এক ধরনের বিশেষ অনুভূতি (Feelings)। এ অনুভূতি বিশ্বের সকল মানুষের মধ্যে মমত্ববোধের সৃষ্টি করে। আর এ কারণেই জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে বিশ্বের সকল মানুষ একে অপরের প্রতি সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়। পৌরনীতির জ্ঞান মানুষের মনের সংকীর্ণতা, কুসংস্কার ও গোঁড়ামি দূর করে এক সুস্থ ও সুন্দর মানবিক বোধের উন্মেষ (Rise) ঘটায়। এভাবে পৌরনীতি নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে মানবতাবোধ জাগ্রত করে। বিশ্বের কোথাও কোনো জাতি নির্যাতিত হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা পৌরনীতি প্রদান করে।
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন সাধিত হওয়ায় বিশ্ব আজ 'একটি গ্রাম'-এ পরিণত হয়েছে। এর ফলে পৃথিবীর এক প্রান্তের মানুষ সহজেই অন্য প্রান্তের মানুষের বিপদে সাহায্য-সহযোগিতা করতে পারছে। এজন্যই পৌরনীতি শুধু নিজের দেশ নয়, বিশ্বকে নিয়ে এবং বিশ্বশান্তি নিয়েও আলোচনা করে। এভাবেই পৌরনীতি অনুশীলনের ফলে মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত হয় এবং বিশ্ব নাগরিকত্ববোধের ধারণায় উদ্বুদ্ধ হয়ে বিশ্ব মানবতার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়।
মানবতাবোধের জাগরণ, রাষ্ট্রের সদস্য হিসেবে মানুষের মর্যাদা, মানবিক গুণাবলির বিকাশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান পৌরনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তাই যেখানে মানবতা লাঞ্ছিত হয়, মানবাধিকার সংকুচিত হয় পৌরনীতি সেখানে দৃষ্টি নিবদ্ধ করে। মানবতার পথে সকল বাধা দূর করে আইনের শাসন কায়েমের মধ্য দিয়ে উন্নত, আধুনিক ও কল্যাণময় নাগরিক জীবনের জন্য পৌরনীতি সব সময় সোচ্চার। এর জন্য প্রয়োজনীয় সচেতনতা, উপযুক্ত পরিবেশ সৃষ্টি, সরকার ও জনগণের সু-সম্পর্ক প্রতিষ্ঠায় পৌরনীতি প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে।
বিশ্বে যে সমাজ, যে রাষ্ট্রই হোক না কেন মানবতাবোধের উন্মেষ ছাড়া নাগরিক জীবন সুখময় নিরবছিন্ন হতে পারে। মানুষের জন্য মানুষের ভালোবাসা, বিপন্ন অসহায় মানুষের জন্য বিশ্ব সম্প্রদায়ের সহমর্মিতা, সাহায্য-সহানুভূতি মানবতাবোধেরই বহিঃপ্রকাশ। আধুনিক রাষ্ট্রসমূহ নানাবিধ পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানবতাবোধের আলোকে মানবকল্যাণে নিরন্তরভাবে কাজ করছে। পৌরনীতি মানবকল্যাণে রাষ্ট্রীয় ভূমিকার সঠিক দিক নির্দেশ করে মানবতাবোধের আদর্শ ও মহিমাকে সমুন্নত করে তুলছে। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, পৌরনীতি ও মানবতাবোধের সম্পর্ক সুমহান আদর্শের নিবিড় বন্ধনে আবদ্ধ।
সম্পর্কিত প্রশ্ন সমূহ