• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল

দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৮০-৮৪ খ্রি.)

মারাঠাগণ হায়দার আলীর রাজ্য আক্রমণ করলে পূর্ব শর্তানুযায়ী ইংরেজগণ হায়দার আলীকে সাহায্য না করায় তিনি ইংরেজদের ওপর রুষ্ট হন। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফরাসিরা আমেরিকার পক্ষে যোগদান করলে ভারতবর্ষে ইংরেজরা ফরাসি অধিকৃত 'মাহে' বন্দরটি অধিকার করে নেয়। এ কারণে হায়দার আলী নিজামকে সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে অবতীর্ণ হয় এবং কর্নেল বেইলীকে পরাজিত করে আর্কট দখল করেন। এদিকে ওয়ারেন হেস্টিংস স্যার আয়ার কুটের অধীনে এক দল সৈন্য প্রেরণ করেন। উক্ত সেনাদল পোর্টোনোডার যুদ্ধে হায়দার আলীকে পরাজিত করেন (১৭৮১ খ্রি.)। অন্য দিকে তাজ্ঞোরে হায়দার আলীর পুত্র টিপু সুলতানের হাতে কর্নেল ব্রেথওয়েট শোচনীয়ভাবে পরাজিত হয়। ইত্যবসরে ফরাসি নৌ সেনাপতি সাফেইন সসৈন্যে হায়দার আলীর সাহায্যে অগ্রসর হলে ইংরেজদের অবস্থা সংকটজনক হয়ে ওঠে। ১৭৮২ খ্রিষ্টাব্দে হায়দার আলী মৃত্যুবরণ করেন। অতঃপর তার সুযোগ্য পুত্র টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ ঘোষণা করেন। ১৭৮৩ খ্রিষ্টাব্দে ইংরেজ সেনাপতি মাথুসকে সসৈন্যে বন্দী করতে সক্ষম হন। এদিকে ইউরোপে ইঙ্গ-ফরাসিদের মধ্যে ভার্সাই সন্ধি দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় উপমহাদেশেও ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে। দেশপ্রেমিক টিপু সুলতান একাই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। অবশেষে ১৭৮৪ খ্রিষ্টাব্দে মাদ্রাজ সরকার "ম্যাঙ্গোলোরের সন্ধি" স্থাপন করলে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান ঘটে। এর ফলে উভয় পক্ষ বন্দী বিনিময় করেন এবং পরস্পরের বিজিত রাজ্য ফিরিয়ে দেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ