- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
লর্ড কর্ণওয়ালিশ (১৮০৫ খ্রি.) Lord Cornwalis (1805 AD)
লর্ড ওয়েলেসলির সাম্রাজ্য বিস্তার নীতি ইংল্যান্ড কর্তৃপক্ষের মনপুত না হওয়ায় তাঁকে স্বদেশে ডেকে পাঠানো হয়। অতঃপর ১৮০৫ খ্রিষ্টাব্দে লর্ড কর্ণওয়ালিসকে দ্বিতীয়বার ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়। এই বিচক্ষণ রাজনীতিবিদ সাম্রাজ্যবাদ নীতির পরিবর্তে নিরপেক্ষ নীতি অনুসরণ করেন। তিনি মারাঠা, সিন্ধিয়া ও হোলকারের সাথে শান্তি স্থাপনের উদ্যোগী হন। কিন্তু কার্যকর করার পূর্বেই তিনি ১৮০৫ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। এরপর পর্যায়ক্রমে, স্যার জর্জ বার্লো বা উইলিয়াম বেন্টিংক (১৮০৫-১৮০৭ খ্রি.), লর্ড মিন্টো (১৮০৭-১৮১৩ খ্রি.), লর্ড ময়রা বা হোস্টিংস (১৮১৩-১৮২৩ খ্রি.), লর্ড আর্মহাস্ট (১৮২৩-১৮২৮ খ্রি.) এবং লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতবর্ষের গভর্নর জেনারেল নিযুক্ত হন। এদের মধ্যে লর্ড উইলিয়াম বেন্টিংক উপমহাদেশের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

