- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ইংরেজ উপনিবেশিক শাসন : কোম্পানি আমল
হায়দার আলীর চরিত্র ও কৃতিত্ব
সামান্য একজন সৈনিক হয়ে জীবন শুরু করে নিজের মেধা এবং কর্মদক্ষতা গুণে একটি রাজ্য প্রতিষ্ঠা করা, ইংরেজদের বিরুদ্ধে একাধিক যুদ্ধে জয় লাভ করা হায়দার আলীর পক্ষেই সম্ভব ছিল। তিনি মহীশূরকে একটি স্বাধীন রাজ্যের মর্যাদায় অধিষ্ঠিত করেছিলেন। মন্টেস্কুর বিখ্যাত নীতি "স্বৈরতন্ত্র কেবলমাত্র সন্ত্রাস ও ভীতির দ্বারা কার্যকরী হয়" এই নীতি হায়দার আলী অনুসরণ করেন। ইংরেজ ঐতিহাসিকগণ হায়দার আলীর চরিত্র নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করলেও মহীশূরের জনগণ তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ঐতিহাসিক ক্যাম্পবেল বলেন, "হায়দার আলী ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সম্ভবত ইতিহাসের পাতায় সংরক্ষিত প্রতিভার অধিকারী যেকোনো ব্যক্তির ন্যায় প্রকৃতিপ্রদত্ত অসাধারণ প্রতিভার অধিকারী।" হায়দার আলী নিরক্ষর ছিলেন। মহামতি আকবর ও মহারাজা রঞ্জিৎ সিংহও নিরক্ষর ছিলেন কিন্তু তারা প্রকৃতি প্রদত্ত প্রতিভা ও পর্যবেক্ষণ দ্বারা জ্ঞান আহরণ করেন। হায়দার আলীও ছিলেন ঐ স্তরের প্রতিভাবান।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

