• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

নওয়াব আবদুল লতিফ (১৮২৮-১৮৯১ খ্রি.) Nawab Abdul Latif (1828-1891 AD.)

অধঃপতনে নিমজ্জিত বাংলার মুসলমান সম্প্রদায়কে পুনরুদ্ধারে বাংলার ভাগ্যাকাশে যে সকল নেতাদের আবির্ভাব ঘটে তাদের মধ্যে নওয়াব আবদুল লতিফ এবং সৈয়দ আমির আলী অন্যতম। মুসলমান পুনর্জাগরণের অগ্রদূত আঃ লতিফ ফরিদপুর জেলার রাজপুর গ্রামের এক দরিদ্র পরিবারে ১৮২৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। কলকাতা মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু এবং শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করেন। ব্রিটিশ সরকারের অধীনে ১৮৪৯ খ্রিষ্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ লাভ করেন। বিভিন্ন পদে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য 'খান বাহাদুর' (১৮৮৭), 'নওয়াব' (১৮৮০) উপাধিতে ভূষিত হন। ১৮৬২ খ্রিষ্টাব্দে প্রথম মুসলিম হিসেবে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 'মোহামেডান লিটারেরী সোসাইটি' বা মুসলিম সাহিত্য সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষার ওপর জোর দেন। ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে তিনি লিখেছেন, "যদি ভারতে কোন ভাষা শিক্ষা শিক্ষার্থীদের জীবনকে উন্নত করতে পারে তবে তা হল ইংরেজি ভাষা।" মুসলিম পুনর্জাগরণের এই পথিকৃৎ ১৮৯১ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ