• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

সৈয়দ আমীর আলী (১৮৪৯-১৯২৮ খ্রি.) Sayid Amir Ali (1849-1928 AD.)

মুসলমান সমাজের ত্রাণকর্তা নওয়াব আবদুল লতিফের ঘনিষ্ঠ সহযোগী সৈয়দ আমীর আলী হুগলী জেলার চুঁচুড়া শহরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৮৪৯ খ্রিষ্টাব্দের ৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ সাদ আলী ছিলেন একজন ঔষধ ব্যবসায়ী। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কৃতিত্বের সহিত এন্ট্রান্স পাস করে হুগলী কলেজে ভর্তি হন। এ কলেজ থেকে ১৮৬৭ খ্রিষ্টাব্দে বি.এ এবং ১৮৬৮ খ্রিষ্টাব্দে এম. এ ডিগ্রি লাভকরেন। ১৮৭৩ খ্রিষ্টাব্দে লিঙ্কসন ইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় আরম্ভ করেন। ১৮৭৭ সালে কলকাতায় Central National Mohammadan Association গঠন করেন। ১৮৯০-১৯০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯০৯-১৯২৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত আমৃত্যু লন্ডনে প্রিপি কাউন্সিলের সদস্য ছিলেন। স্যার সৈয়দ আমীর আলীও নওয়াব আবদুল লতিফের ন্যায় মনে করতেন একমাত্র ইংরেজি শিক্ষা গ্রহণের মাধ্যমেই মুসলমানদের ভাগ্যের উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষার পাশাপাশি মুসলমানদের রাজনৈতিক জাগরণে উদ্বুদ্ধ করেন। The Spirit of Islam এবং A Short History of the Saracens গ্রন্থ রচনা করেন। পাশ্চাত্য শিক্ষায় তিনি মুসলমানদের উজ্জীবিত করেন। মুসলমানদের রাজনৈতিক দাবি উত্থাপন করেন। মুসলমানদের গৌরবময় ঐতিহ্যের পুনরুদ্ধারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সৈয়দ আমীর আলীকে ইসলামি রেনেসার অন্যতম অগ্রদূত বলা হয়। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩ আগস্ট লন্ডনে তিনি পরলোকগমন করেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ