• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

গোল টেবিল বৈঠক (Round Table Conference)

কংগ্রেস ও মুসলিম লীগ কর্তৃক সাইমন কমিশন প্রত্যাখ্যান, নেহেরু রিপোর্টের পাল্টা হিসেবে জিন্নাহর ১৪ দফা দাবি উত্থাপন এবং নেহেরু রিপোর্ট ব্রিটিশ গ্রহণ না করায় ভারতব্যাপী আইন অমান্য আন্দোলন শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে লন্ডনে এক গোল টেবিল বৈঠকে আমন্ত্রণ জানান; যা ইতিহাসে গোল টেবিল বৈঠক নামে সুপরিচিত। নিম্নোক্ত ৩টি পর্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথম গোল টেবিল বৈঠক: ১৯৩০ খ্রিষ্টাব্দের ১২ নভেম্বর লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক শুরু হয়। এ বৈঠকে ৮৯ জন প্রতিনিধির মধ্যে ভারতীয় ছিল ৫৭ জন। ভারতীয় প্রতিনিধির মধ্যে উল্লেখযোগ্য ছিল মোহাম্মদ আলী জিন্নাহ্, এ.কে. ফজলুল হক, তেজ বাহাদুর সপ্ত, ড. বি. আর আম্বেদকার ও চিন্তামণি প্রমুখ। কংগ্রেস এ বৈঠকে যোগদান করেনি। মি. জিন্নাহ এ বৈঠকে তার ১৪ দফা জোরালোভাবে উত্থাপন করেন। এ নিয়ে হিন্দু প্রতিনিধিদের সাথে তীব্র বাদানুবাদ হয়। শেষ পর্যন্ত প্রথম গোল টেবিল বৈঠক ভেঙে যায় (১৯ জানুয়ারি, ১৯৩১ খ্রি.)।

দ্বিতীয় গোল টেবিল বৈঠক: ১৯৩১ খ্রিষ্টাব্দের ৭ সেপ্টেম্বর দ্বিতীয় গোল টেবিল বৈঠক শুরু হয়। ১৯৩১ খ্রিষ্টাব্দের ৫ মার্চ গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হলে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেন। ব্রিটিশ সরকার ও কংগ্রেস দলীয় রাজনৈতিক নেতাদের মুক্তি দেন। এই সমঝোতার ফলে কংগ্রেসের পক্ষে মহাত্মা গান্ধী দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেন এবং প্রথম বৈঠকের অধিকাংশ সদস্য এ বৈঠকে যোগ দেন। বৈঠক চলে ১ ডিসেম্বর পর্যন্ত। উপমহাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের প্রশ্নে গান্ধী-জিন্নাহর মধ্যে কোনো আপস না হওয়ায় এ বৈঠক ব্যর্থ হয়।

তৃতীয় গোল টেবিল বৈঠক: তৃতীয় গোল টেবিল বৈঠক বসে ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ভারতের কতিপয় প্রতিনিধি এ অধিবেশনে অংশগ্রহণ করলেও ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইংল্যান্ডের শ্রমিক দলের কোনো সদস্য এ অধিবেশনে যোগ দেয়নি। এ অধিবেশনে গুরুত্বপূর্ণ তেমন কিছুই অর্জিত হয়নি।

সম্পর্কিত প্রশ্ন সমূহ