- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য
স্বাধীনতার ধারণা | Concept of Liberty
স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ 'Liberty'। ল্যাটিন শব্দ 'Liber' থেকে ইংরেজি 'Liberty' শব্দের উৎপত্তি। 'Liber' শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। সুতরাং 'Liberty' এর ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় স্ব-অধীনতা, নিজের অধীনতা বা সকল প্রকার বন্ধনমুক্ত অবস্থায় যা খুশি তাই করা। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে বা আধুনিক সভ্য সমাজে স্বাধীনতার একটি বিশেষ অর্থ আছে। নিজের ইচ্ছেমতো, যা খুশি তাই করা স্বাধীনতা নয়। স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছেমতো কাজ করার অধিকার। স্বাধীনতা বলতে যৌক্তিকভাবে নিয়ন্ত্রিত অধিকারকে নির্দেশ করে।
স্বাধীনতার ধারণাটি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। যেমন-
অধ্যাপক লাস্কি (Prof. H. J. Laski)-এর মতে, "যে অনুকূল পরিবেশে মানুষ তার জীবনের চরম ও পরম বিকাশ সাধনের পূর্ণ সুযোগ লাভ করতে পারে তার আগ্রহ সংরক্ষণকে আমি স্বাধীনতা বলি।" ("By liberty I mean the eager maintenance of the atmosphere in which men have opportunity to be their best self.")
রাষ্ট্রবিজ্ঞানী সিলী (Shelly) বলেছেন, "অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা।" ("Liberty is the opposite of over Government.")
হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) বলেন, "স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়। যদি উক্ত কাজের দ্বারা অপরের অনুরূপ কাজ করার অধিকার বিনষ্ট না হয়।"
জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) তার বিখ্যাত 'Eassay on Liberty' গ্রন্থে বলেন, "মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই স্বাধীনতা।" তিনি আরও বলেন, "ব্যক্তি তার নিজের ওপর, নিজের মন ও দেহের ওপর সম্পূর্ণ সার্বভৌম।" ("Over himself, his own body and mind individual is sovereign.")
অধ্যাপক গেটেল (Gettell) বলেন, "স্বাধীনতা হলো সেসব কাজ করা ও উপভোগ করা যেগুলো করা ও উপভোগ করার যোগ্য।" ("Liberty is the opposite power of doing and enjoying those things which are worthy of enjoyment and work.")
টি. এইচ. গ্রীন (T. H. Green)-এর মতে, "যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্য তা উপযোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে।" ("Freedom consists in positive power of capacity of doing or enjoying something worth doing or worth-enjoying.")
উপরে নির্দেশিত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে তৈরি অনুকূল পরিবেশই স্বাধীনতা, যা ব্যক্তি অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে ইচ্ছেমতো উপভোগ করতে পারে। স্বাধীনতার অর্থ নিয়ন্ত্রিত অধিকার। প্রত্যেকে প্রত্যেকের অধিকার রক্ষার মধ্যে স্বাধীনতার তাৎপর্য নিহিত।
সম্পর্কিত প্রশ্ন সমূহ