• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য

গণতান্ত্রিক মূল্যবোধ Democratic Values

গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা (Concept of democratic values)

পৌরনীতির তাত্ত্বিক বিষয়গুলোর মধ্যে একটি হলো গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে সব চিন্তা-ভাবনা, লক্ষ্য, আদর্শ-উদ্দেশ্য মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলা হয়। বর্তমান যুগ গণতন্ত্রের যুগ। গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাফল্য অনেকাংশে নির্ভর করে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর।

গণতান্ত্রিক মূল্যবোধ বলতে গণতন্ত্রের মৌলনীতিকে বোঝায় যার মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা সফলতা লাভ করে। গণতান্ত্রিক বিধি-বিধান, ধ্যান-ধারণা ও রীতিনীতির প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপনই হলো গণতান্ত্রিক মূল্যবোধ। সহনশীলতা মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, জনমতের প্রতি গুরুত্বারোপ, সাম্য, ভ্রাতৃত্ব ইত্যাদির সমষ্টিই হলো গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত হওয়ার ফলে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের পথ উন্মুক্ত হয়, নাগরিক হিসেবে মর্যাদা বৃদ্ধি, শাসক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতন্ত্রের সুফল জনগণের দোরগোড়ায় পৌছানোর জন্য গণতান্ত্রিক সমাজে স্বাধীনতা ভোগের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আবার, সাম্যভিত্তিক সমাজব্যবস্থা ব্যতীত স্বাধীনতা অর্থহীন হিসেবে প্রতিপন্ন হবে। অন্যদিকে জনগণের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত না হলে গণতন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে। গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, কল্যাণকামী এবং গ্রহণযোগ্য শাসনব্যবস্থা। তাই গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রের সুফল ভোগের জন্য গণতান্ত্রিক মূল্যবোধের অব্যাহত চর্চা ও অনুশীলন করতে হবে।

গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব (Importance of democratic values)

মূল্যবোধ সমাজজীবন বিকাশের অপরিহার্য শর্ত। মূল্যবোধ জাতীয় জীবনের দর্পণস্বরূপ। তেমনি জাতীয় জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অত্যধিক। নিম্নে এ ব্যাপারে আলোচনা করা হলো:

১. নাগরিকদের দায়িত্বশীল করে তোলে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে ন্যায়নীতি প্রতিষ্ঠিত হয় এবং সাম্য প্রতিষ্ঠা ও কর্তব্য পালনে সচেতনতা বৃদ্ধি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। জনগণের মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

২. জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহে এবং শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। গণতান্ত্রিক মূল্যবোধ এসব কার্যক্রমে জনগণের ব্যাপক অংশগ্রহণের নীতিতে বিশ্বাস করে।

৩. আইনের শাসন প্রতিষ্ঠিত করে গণতান্ত্রিক মূল্যবোধ সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কেননা গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি একথা সহজে মানে ও বুঝে যে, আইনের চোখে সবাই সমান, কোনো ব্যক্তি এর ঊর্ধ্বে নয়। ও বুঝে যে, আই

৪. জনগণের স্বাধীনতা রক্ষা করে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় গণতান্ত্রিক মূল্যবোধ বিরাট ভূমিকা পালন করে। ফলে বিচার বিভাগ নিরপেক্ষভাবে জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করতে সক্ষম হয়।

৫. সাম্য প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। যে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রবল, সেখানে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সামাজিক ক্ষেত্রে বৈষম্য বিলোপ করে সুষম সমাজ প্রতিষ্ঠায় কাজ করে।

৬. দায়িত্বশীল সরকারের প্রতিষ্ঠা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজের জন্য সরকারি আইনসভার কাছে এবং পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকে।

৭. সহনশীলতা বৃদ্ধি করে গণতান্ত্রিক মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে নাগরিকের সহনশীলতাকে বৃদ্ধি করে। অন্যের মতামত প্রকাশের সুযোগ করে দেয়। অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়ার মানসিকতা ইত্যাদি রাজনৈতিক-সামাজিক সহনশীলতা মূল্যবোধ এবং সহনশীলতার পরিবেশ সৃষ্টি করে।

৮. শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গণতান্ত্রিক, মূল্যবোধ শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে। শাসকগণ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদেরকে জনগণের সেবক মনে করে। শাসকদের এ ধরনের মনোভাব শাসিত বা জনগণের সাথে তার সুসম্পর্ক প্রতিষ্ঠিত করে।

৯. স্বচ্ছতা নিশ্চিত করে গণতান্ত্রিক মূল্যবোধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন করে। মূল্যবোধ দুর্নীতিকে প্রতিরোধ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে অনুপ্রেরণা যোগায়।

১০. জাতীয় ঐকমত্য সৃষ্টি করে গণতান্ত্রিক মূল্যবোধ রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একমত সৃষ্টিতে তাগিদ দেয়। ফলে বিভিন্ন ক্ষেত্রে ঐকমত্য জনগণের কল্যাণের পথ প্রশস্ত করে।

১১. সামাজিক শাস্তি ও স্থিতিশীলতা গণতান্ত্রিক মূল্যবোধ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে। যে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ যত বেশি শক্তিশালী ও গভীর, সে সমাজ ততো বেশি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নয়নমুখী হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ