• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম
মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যক্রম

বাংলাদেশ সরকারের (মুজিবনগর) মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য শাখা

মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধকালীন গঠিত সরকারই মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৯৭০ খ্রিষ্টাব্দের সাধারণ নির্বাচনে (জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ) বিজয়ী আইনসভার সদস্যদের সমন্বয়ে মুজিবনগর সরকার গঠিত হয়। বাংলার শোষিত, নিপীড়িত ও নির্যাতিত জনতার মুক্তির বাসনাকে সঠিক খাতে প্রবাহিত করে অভ্যন্তরীণ ও বৈদেশিক সমর্থনের মাধ্যমে স্বাধীনতা অর্জনই ছিল মুজিবনগর সরকারের মূল্য উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মুজিবনগর সরকার বেশ কিছু মন্ত্রণালয়, বিভাগ, শাখা খোলে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো-

মন্ত্রণালয় (Ministry)

মুজিবনগর সরকারের ১২টি মন্ত্রণালয় ছিল। যথা:

১। প্রতিরক্ষা মন্ত্রণালয়।

২। পররাষ্ট্র মন্ত্রণালয়।

৩। অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।

৪। মন্ত্রিপরিষদ সচিবালয়।

৫। সাধারণ প্রশাসন বিভাগ।

৬। স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়।

৭। তথ্য ও বেতার মন্ত্রণালয়।

৮। স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৯। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়।

১০। সংসদ বিষয়ক বিভাগ।

১১। কৃষি বিভাগ।
১২। প্রাদেশিক বিভাগ।

এছাড়াও ছিল নিম্নলিখিত সংস্থা:

১। পরিকল্পনা কমিশন।

২। শিল্প ও বাণিজ্য বোর্ড।

৩। নিয়ন্ত্রণ বোর্ড, যুব ও অভ্যর্থনা শিবির।

৪। ত্রাণ ও পুনর্বাসন কমিটি।

৫। শরণার্থী কল্যাণ বোর্ড।

সচিবালয়: মুজিবনগর প্রশাসন পরিচালিত হয়েছে একটি পূর্ণাঙ্গ সচিবালয়ের মাধ্যমে। যার গঠন ছিল নিম্নরূপ:

প্রধান সচিব
জনাব রুহুল কুদ্দুস
সংস্থাপন সচিব
জনাব নুরুল কাদের খান
অভ্যন্তরীণ সচিব
জনাব আব্দুল খালেক
প্রতিরক্ষা সচিব
জনাব আব্দুস সামাদ
তথ্য সচিব
জনাব আনোয়ারুল হক খান
বৈদেশিক সচিব
জনাব মাহবুবুল আলম চাষী
কেবিনেট সচিব
জনাব তওফিক ইমাম
অর্থ সচিব
জনাব খন্দকার আসাদুজ্জামান

প্রধান সচিব বা মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতি সচিবালয়ের দায়িত্বও পালন করেন। মন্ত্রিপরিষদ সচিবের অন্যতম দায়িত্ব ছিল আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন করা। সংস্থাপন সচিব ছিলেন প্রধানমন্ত্রীর অধীনে।

পূর্ববর্তী

সম্পর্কিত প্রশ্ন সমূহ