- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দলের বৈশিষ্ট্য (Features of political party)
রাজনৈতিক দল স্থায়ীভাবে এবং কতিপয় সুনির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যের সমন্বয়ে গঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞানীদের মূল্যবান সংজ্ঞা বিশ্লেষণ করলে রাজনৈতিক দলের নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ দেখতে পাওয়া যায়:
১. সম-আদর্শে বিশ্বাসী সম-আদর্শে অনুপ্রাণিত, ঐক্যবদ্ধ ও সংগঠিত ব্যক্তিদের নিয়ে রাজনৈতিক দল গঠিত হয়। তবে বিস্তারিত কার্যক্রম প্রসঙ্গে দলের সদস্যদের মধ্যে মতভেদ থাকতে পারে। কিন্তু মতাদর্শের মূলগত ঐক্য বর্তমান থাকে।
২. সামাজিক কল্যাণে ব্রতী হয় প্রতিটি রাজনৈতিক দল সমাজের সামগ্রিক কল্যাণ সাধনে প্রয়াসী হয়। গৃহীত নীতি ও আদর্শে সমগ্র সমাজ যদি উপকৃত না হয়, তাহলে তাতে বিশ্বাসী সংস্থা রাজনৈতিক দল হতে পারে না।
৩. রাজনৈতিক একক রাজনৈতিক দলে দেখা যায়, কর্মীদের মধ্যে রাজনৈতিক সমঝোতা এবং সকলে মিলিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক এককে (Political Unit) পরিণত হয়। রাজনৈতিক এককে পরিণত হবার পর দলীয় স্বার্থে কাজ করে থাকে।
৪. দলীয় স্বার্থ সংরক্ষণ: রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেমন দলীয় আদর্শ বাস্তবায়ন করে, তেমনি দলীয় স্বার্থ সংরক্ষণেও সচেষ্ট হয়। দলীয় নেতা-কর্মীদের সুযোগ-সুবিধা প্রদান করে দলকে শক্তিশালী করা, দলের স্বার্থ সমুন্নত রাখা রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য।
৫. সংঘবদ্ধতা কর্মীদের মনমানসিকতা ও মতাদর্শে সুসংঘবদ্ধ হয় রাজনৈতিক দল। তাদের মাঝে রাজনৈতিক ঐক্যও বিদ্যমান থাকে।
৬. জনমত গঠন: জনগণের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে এবং সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দল আলাপ-আলোচনার দ্বারা নিজ মতামতের সমর্থনে জনমত গঠনে সচেষ্ট হয়।
৭. সরকার গঠন: রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা। এ উদ্দেশ্যে রাজনৈতিক দল জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে নিজেদের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সচেষ্ট হয়।
৮. নিয়মতান্ত্রিকতা রাজনৈতিক দল নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে। নিয়মতান্ত্রিক বা শাসনতান্ত্রিক পদ্ধতিই কেবল ক্ষমতা দখলের মূলমন্ত্র।
৯. দল গঠন: কেবল নাগরিকগণই রাজনৈতিক দল গঠন করতে পারেন, বিদেশিগণ পারেন না। জাতি, ধর্ম অর্থনৈতিক স্বার্থ এবং কর্মপন্থায় বিভিন্নতা হেতু বিভিন্ন রাজনৈতিক দলের সৃষ্টি হয়ে থাকে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ