• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন

বহুদলীয় ব্যবস্থার গুণ বা সুবিধা Merits of Multi-party System

বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন রকম দল ব্যবস্থা বিদ্যমান। যেমন- সমাজতন্ত্রে একদল ব্যবস্থা, গণতন্ত্রে দ্বি-দলীয় বা বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল বর্তমান থাকে। ফ্রান্স, ইতালি, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশেও বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। নিচে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার সুবিধাগুলো তুলে ধরা হলো:

১. নতুন ভাবধারার বিকাশ বহুদলীয় ব্যবস্থায় সমাজের বিভিন্নমুখী চিন্তাধারা সহজে প্রকাশ পায়। ফলে নতুন নতুন ভাবধারা বিকাশের পথ সুগম হয় এবং জনগণ বিভিন্ন দলের নানামুখী আদর্শ ও কর্মসূচি সম্পর্কে অবহিত হয়।

২. সমস্যা সমাধান সহজ হয় বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় দলগুলো দেশের অসংখ্য সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধানের পন্থা জনগণের সামনে তুলে ধরে; তা থেকে জনগণ উত্তম পন্থা বেছে নেওয়ার সুযোগ পায়।

৩. সংখ্যাগরিষ্ঠ দলের প্রাধান্য লোপ গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলটিই সরকার গঠন ও পরিচালনা করে। কিন্তু বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান থাকায় সংখ্যাগরিষ্ঠ দলটি তেমন প্রাধান্য বিস্তারের সুযোগ পায় না। কারণ বিরোধী দলগুলো সর্বদা বিরোধিতার খাতিরে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে চাপের মুখে রাখে।

৪. রাজনৈতিক শিক্ষার বিস্তার: বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান থাকায় জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে। দলগুলো তাদের নীতি ও কর্মসূচি জনগণের সম্মুখে তুলে ধরে এবং সরকারের নীতি সম্পর্কেও অবগত হয়।

৫. জাতীয় স্বার্থ সংরক্ষণ বহুদলীয় ব্যবস্থায় আইনসভায় বহু রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকায় বহু অভিমতের বহিঃপ্রকাশ ঘটে। দলগুলো জনমতের প্রতিনিধিত্ব করে আইনসভায় বক্তব্য রাখে। এতে জাতীয় স্বার্থ সংরক্ষিত হয়।

৬. সরকারের স্বেচ্ছাচারিতা রোধ এ ব্যবস্থায় সরকার ইচ্ছামতো কোনো আইন প্রণয়ন বা নীতি গ্রহণ করতে পারে না। কারণ বিরোধী দলগুলো সরকারের নীতির সমালোচনা করে জনগণকে সরকারের নীতি সম্পর্কে অবহিত করে। সুতরাং এরূপ সমালোচনার ভয়ে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না।

৭. কোয়ালিশন সরকার গঠনের সুযোগ গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সাধারণ নির্বাচনে যে দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল সরকার গঠন করে। কিন্তু কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে একাধিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট বা কোয়ালিশন সরকার গঠনের সুযোগ থাকে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ