- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
রাজনৈতিক দলের গুরুত্ব (Importance of political party)
বর্তমানকালে প্রায় সকল প্রকার রাষ্ট্রব্যবস্থায়ই রাজনৈতিক দল এক অপরিহার্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বিশেষ করে গণতন্ত্র ও দলব্যবস্থা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাষ্ট্রবিজ্ঞানী Ernest Barker মনে করেন, "আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে গ্রহণ করি তাহলে দল ব্যবস্থাকেও স্বীকার করতে হবে।" বর্তমানে গণতন্ত্র বলতে সংসদীয় বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে বোঝায়। আর প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা মানেই দলীয় শাসনব্যবস্থা। অধ্যাপক বার্কার (Prof. Barker) আরও বলেন, "Parliament and parties are essentially connected", প্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না।
তাই তারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করে। রাজনৈতিক দল গণ-সংযোগের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার গুণাগুণ জনগণের সামনে তুলে ধরে। তারা দলীয় কর্মসূচি প্রচারের মাধ্যমে জনমতকে আকৃষ্ট করে থাকে। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করে। রাজনৈতিক দল, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার গঠন, সরকার পরিচালনা, জনমত গঠন, সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং শাসনব্যবস্থার স্থায়িত্ব সংরক্ষণে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল অন্যতম প্রধান নিয়ামক শক্তির কাজ করে। রাজনৈতিক দলই জনগণের মতামত বা রায়ের ভিত্তিতে সরকার গঠন করে জন-প্রতিনিধি হিসেবে কাজ করে। এসব প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দ-অপছন্দের প্রতিফলন ঘটায়। সহজ ভাষায় বলা যায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ যে সরকার নির্বাচন করে তার মাধ্যম বা বাহন হলো রাজনৈতিক দল। সরকারি দলই হোক আর বিরোধী দলই হোক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব বেড়েই চলেছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ